'The Concert for Bangladesh' কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল?
A
১ আগস্ট, ১৯৭১
B
৩ আগস্ট, ১৯৭১
C
৯ আগস্ট, ১৯৭১
D
১১ আগস্ট, ১৯৭১
উত্তরের বিবরণ
মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সাহায্য সংগ্রহের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ ছিল একটি বিশেষ সংগীতানুষ্ঠান, যা মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সচেতনতা এবং আর্থিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট।
-
সেখানে ৪০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন।
-
কনসার্টের মূল উদ্যোক্তা ছিলেন বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর, যিনি বাংলাদেশের জনগণের সাহায্যের জন্য প্রথম যোগাযোগ করেন বিটলসের সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে।
-
জর্জ হ্যারিসন কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে হস্তান্তর করেন।
-
অনুষ্ঠানে অংশ নেন পপ সঙ্গীতের সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটন।
-
কনসার্ট শুরু হয় পণ্ডিত রবিশঙ্করের সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে।
-
পণ্ডিত রবিশঙ্কর ‘বাংলাদেশ ধুন’ নামে নতুন একটি সুর তৈরি করেন, যেখানে তার সঙ্গে সরোদে যুগলবন্দী ছিলেন ওস্তাদ আলী আকবর খান, তবলায় সহযোগিতা করেছেন আল্লারাখা, এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী।
-
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক বিশেষ আকর্ষণ ছিল বব ডিলান, যিনি জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল এবং ট্যাম্বুরিনে রিঙ্গো স্টার এর সঙ্গে গিটার বাজান।
-
অন্যান্য সঙ্গীতশিল্পীরা ছিলেন রিঙ্গো স্টার, লিওন রাসেল, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টন, যারা গান গেয়েছেন ও বাদ্যযন্ত্রে অংশগ্রহণ করেছেন।
-
উল্লেখযোগ্যভাবে, জন লেনন শেষ পর্যন্ত কনসার্টে অংশ নেননি।
0
Updated: 1 month ago
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 2 months ago
A
নিউইয়র্ক
B
ওয়াশিংটন
C
টোকিও
D
দিল্লি
-
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’
-
১ আগস্ট ১৯৭১ তারিখে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন-এ অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের একটি চ্যারিটি বা বেনিফিট কনসার্ট।
-
এটি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে বিদেশি বন্ধুদের সহায়তা প্রদানের এক অসাধারণ উদ্যোগ হিসেবে পরিচিত।
-
ঐতিহাসিক এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন, ম্যানহাটন, নিউইয়র্কে।
-
কনসার্টের অন্যতম দুই উদ্যোক্তা ছিলেন:
-
ইংল্যান্ডের সাড়া জাগানো ব্যান্ড দ্য বিটলস-খ্যাত পশ্চিমা সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন,
-
এবং ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর।
-
-
সূত্র: দৈনিক যুগান্তর, প্রথম আলো
0
Updated: 2 months ago
‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ কোন সঙ্গীতজ্ঞ অংশগ্রহণ করেন নি?
Created: 1 month ago
A
আলী আকবর খাঁ
B
লিওন রাসেল
C
মব কিলান
D
এরিক ক্ল্যাপটন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য ও সমর্থন জানাতে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম সেবামূলক কনসার্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এই কনসার্ট আমেরিকান নাগরিকদের মধ্যে বাংলাদেশের প্রতি সহানুভূতি সৃষ্টি করে।
-
কনসার্টের মূল উদ্যোক্তা ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যিনি ভাবনা প্রণয়ন এবং বন্ধু জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করে আয়োজন সম্পন্ন করেন।
-
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিশঙ্কর, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, রিঙ্গো স্টার, আলী আকবর খান, আল্লা রাখা খানসহ অন্যান্য বিশিষ্ট সঙ্গীতজ্ঞ।
-
অনুষ্ঠান শুরু হয় সেতারবাদক রবিশঙ্কর ও বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলী আকবর খাঁ এর যন্ত্রসঙ্গীত দিয়ে। তবলা বাজাতেন ওস্তাদ আল্লা রাখা খান।
-
কনসার্টের সমাপ্তি হয় জর্জ হ্যারিসনের “বাংলাদেশ গান” দিয়ে।
-
টিকেট বিক্রি থেকে প্রায় আড়াই লাখ ডলার সংগ্রহ করা হয়, যা শরণার্থী শিশুদের জন্য ইউনিসেফের মাধ্যমে মুজিবনগর সরকারের হাতে হস্তান্তর করা হয়।
0
Updated: 1 month ago
’কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Created: 1 month ago
A
পণ্ডিত রবি শংকরের উদ্যোগ নিয়েছিলেন
B
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অনুষ্ঠিত হয়
C
শিল্পী বব ডিলান অংশগ্রহণ করেন
D
ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ছিল
মুক্তিযুদ্ধ কনসার্ট:
-
পটভূমি: ভাষা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছিল।
-
যুক্তরাষ্ট্রে অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যার মধ্যে জনগণ, কংগ্রেসের সদস্য, শিল্পী ও সাহিত্যিকরা অন্তর্ভুক্ত।
-
অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন পণ্ডিত রবি শংকর।
-
স্থান: নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
-
অনুষ্ঠান: 'কনসার্ট ফর বাংলাদেশ'।
-
দর্শক সংখ্যা: ৪০,০০০ জন।
-
অংশগ্রহণকারী শিল্পীরা: জর্জ হ্যারিসন, বব ডিলানসহ অন্যান্য বিশ্বখ্যাত শিল্পী।
-
ফলাফল: এই কনসার্টের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল।
0
Updated: 1 month ago