মুক্তিযুদ্ধের সময় ৬ নং সেক্টরের সদরদপ্তর কোথায় ছিল?

A

হরিণা 

B

মেলাঘর 

C

বাঁশতলা 

D

বুড়িমারি 

উত্তরের বিবরণ

img

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থা গঠন করা হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর ছিল। প্রতিটি সেক্টরের জন্য সদর দপ্তর ও সেক্টর কমান্ডার নির্ধারিত হয়েছিল।

  • ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার পূর্বাঞ্চল। সদরদপ্তর: হরিণা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব। সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান, পরে মেজর রফিকুল ইসলাম

  • ২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর জেলা এবং নোয়াখালীর অংশ। সদরদপ্তর: মেলাঘর। সেক্টর কমান্ডার: মেজর খালেদ মোশাররফ, পরে মেজর এটিএম হায়দার

  • ৩নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি থেকে সিলেট ও দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল। সদরদপ্তর: হেজামারা। সেক্টর কমান্ডার: মেজর কে এম শফিউল্লাহ, পরে মেজর এএনএম নুরুজ্জামান

  • ৪নং সেক্টর: সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে কানাইঘাট থানা পর্যন্ত। সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জ, পরে আসামের মাসিমপুর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। সেক্টর কমান্ডার: মেজর চিত্তরাজন দত্ত, পরে ক্যাপ্টেন এ রব

  • ৫নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং পূর্বসীমা। সদরদপ্তর: বাঁশতলা। সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী

  • ৬নং সেক্টর: সমগ্র রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা। সদরদপ্তর: বুড়িমাড়ি। সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খেদেমুল বাশার

  • ৭নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার দক্ষিণাংশ। সদরদপ্তর: তরঙ্গপুর। বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর। সেক্টর কমান্ডার: মেজর নজরুল হক, পরে সুবেদার মেজর এ রবমেজর কাজী নুরুজ্জামান

  • ৮নং সেক্টর: কুষ্টিয়া, যশোর থেকে খুলনা, সাতক্ষীরা। সদরদপ্তর: কল্যাণী। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, নূর মোহাম্মদ শেখ। সেক্টর কমান্ডার: মেজর আবু ওসমান চৌধুরী, পরে মেজর এম এ মঞ্জুর

  • ৯নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। সদরদপ্তর: বশিরহাট। সেক্টর কমান্ডার: মেজর এম জলিল, পরে মেজর এম এ মঞ্জুরমেজর জয়নাল আবেদীন

  • ১০নং সেক্টর: সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় এলাকা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

  • ১১নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা। সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ। সেক্টর কমান্ডার: মেজর এম আবু তাহের

বাংলাপিডিয়া
Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

মুক্তিযুদ্ধের সময় সিপাহী হামিদুর রহমান কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?

Created: 2 months ago

A

১নং সেক্টর

B

২নং সেক্টর

C

৩নং সেক্টর

D

৪নং সেক্টর

Unfavorite

0

Updated: 2 months ago

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কে?

Created: 2 months ago

A

অলি আহাদ

B

কাশেম আলী

C

গাজীউল হক

D

তোফাজ্জল হোসেন

Unfavorite

0

Updated: 2 months ago

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন?

Created: 1 week ago

A

২ নং

B

৪ নং

C

৭ নং

D

৮ নং

Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD