মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন জেলায় শাহাদাত বরণ করেন?
A
চাঁপাইনবাবগঞ্জ
B
ব্রাহ্মণবাড়িয়া
C
মৌলভীবাজার
D
খাগড়াছড়ি
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জে শাহাদাত বরণ করা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন এক অসাধারণ সাহসী মুক্তিযোদ্ধা, যিনি নেতৃত্ব এবং বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
জন্ম: ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
-
ছাত্রজীবনে তিনি বিভিন্ন প্রেরণামূলক গ্রন্থ নিয়মিত পড়তেন, যেমন মাষ্টার দা সূর্যসেনের জীবনীগ্রন্থ, ক্ষুদীরামের ফাঁসী, তিতুমীরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
-
১৯৬৮ সালের ২রা জুন ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
-
সেনাবাহিনীতে তার নম্বর ছিল PSS-১০৪৩৯।
-
পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানোর সময় তিনি কারাকোরামে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন তার পোস্টিং হয়েছিল ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরে।
-
১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
-
যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করার পর ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে শহীদ হন।
-
পরদিন সহযোদ্ধারা তার লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-এর সোনামসজিদ চত্বরে সমাহিত করেন।
-
স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।

0
Updated: 22 hours ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 6 days ago
A
চাঁপাইনবাবগঞ্জ
B
যশোর
C
নড়াইল
D
মৌলভীবাজার
মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ৭ মার্চ ১৯৪৯।
-
প্রাথমিক শিক্ষা: ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা:
-
১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি।
-
১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি।
-
-
উচ্চ শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নকালে ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান (৩রা অক্টোবর ১৯৬৭)।
-
কমিশন: ১৯৬৮ সালের ২রা জুন ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ।
-
মুক্তিযুদ্ধ:
-
৭ নং সেক্টরের মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধ পরিচালনা।
-
আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় অসামান্য বীরত্ব দেখানো এবং মুক্তাঞ্চল গঠন।
-
১২ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ নেতৃত্ব দেওয়া।
-
-
শহীদ: ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের স্নাইপার বুলেটে নিহত।
-
সমাহিত: পরদিন সহযোদ্ধারা তার লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে শেষ ইচ্ছা অনুযায়ী সমাহিত করেন।

0
Updated: 6 days ago
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
Created: 6 days ago
A
৫নং সেক্টর
B
৬নং সেক্টর
C
৭নং সেক্টর
D
৪নং সেক্টর
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সেক্টরে যুদ্ধ পরিচালনা করা বীরশ্রেষ্ঠদের অবদান ইতিহাসে অম্লান। তারা সাহস, ত্যাগ এবং নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতার সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেন।
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ – ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল – ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান – ৪নং সেক্টর
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর – ৭নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ – ৮নং সেক্টর
-
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন – ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান – পশ্চিম পাকিস্তান

0
Updated: 6 days ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 1 week ago
A
৭ নং
B
১০ নং
C
৬ নং
D
৪ নং
বীরশ্রেষ্ঠ হলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক, যা যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস, ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
সেক্টর: ৭ নং
-
মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)
-
সমাধিস্থল: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ
-
-
সিপাহী হামিদুর রহমান
-
সেক্টর: ৪ নং
-
মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১
-
সমাধিস্থল: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
-
-
মোহাম্মদ রুহুল আমিন
-
সেক্টর: ১০ নং
-
মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৯৭১
-
সমাধিস্থল: রূপসা ফেরিঘাটের লুকপুর
-
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
সেক্টর: ১ নং
-
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ)
-
সমাধিস্থল: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে, কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে
-

0
Updated: 1 week ago