Which play features the character of Prospero, a magician?
A
Macbeth
B
The Tempest
C
Twelfth Night
D
Much Ado About Nothing
উত্তরের বিবরণ
"দ্য টেম্পেস্ট": শেক্সপিয়ারের জাদু, প্রতিশোধ ও ক্ষমার আখ্যান
প্রোসপেরো (Prospero) হলেন উইলিয়াম শেক্সপিয়ারের "দ্য টেম্পেস্ট" (The Tempest) নাটকের প্রধান চরিত্র। তিনি একজন জাদুকর এবং মায়াবী ব্যক্তি, যিনি একটি দ্বীপে নির্বাসিত অবস্থায় বাস করেন এবং বিভিন্ন জাদুকৌশল ব্যবহার করেন। নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে প্রোসপেরোর প্রতিশোধ এবং ক্ষমা অর্জনের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
"দ্য টেম্পেস্ট" (The Tempest):
উইলিয়াম শেক্সপিয়ার রচিত এটি একটি কমেডি নাটক (Comedy play/ drama)।
এটি ৫টি অঙ্কে (act) বিভক্ত এবং একটি রোমান্স/ট্র্যাজিকমেডি (Romance/Tragicomedy) হিসেবে বিবেচিত হয়।
নাটকটি ১৬২৩ সালে প্রকাশিত ফার্স্ট ফোলিও (First Folio)-এর অন্তর্ভুক্ত হয়।
"দ্য টেম্পেস্ট" উইলিয়াম শেক্সপিয়ারের সর্বশেষ নাটক (last work or Swan Song) হিসেবে পরিচিত।
"টেম্পেস্ট" শব্দটির অর্থ হলো ভয়াবহ ঝড় (Violent Storm)।
সংক্ষিপ্তসার (Summary):
এই কমেডিতে ডিউক প্রোসপেরো এবং তার কন্যা মিরান্ডার কাহিনি বর্ণিত হয়েছে, যারা ডিউকের ছোট ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে একটি দূর দ্বীপে নির্বাসিত হয়।
নাটকে প্রোসপেরোকে অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী (supernatural powers) হিসেবে দেখানো হয়েছে, যার অধীনে এরিয়েল (Ariel) এবং ক্যালিবান (Caliban) নামক দুটি অতিপ্রাকৃত সত্তা (supernatural creature) রয়েছে।
নাটকের শুরুতেই দেখা যায়, প্রোসপেরো তার জাদু শক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্যান্য চরিত্রগুলো তার নির্বাসিত দ্বীপে এসে পৌঁছায়।
প্রোসপেরো, তার জাদুবিদ্যা এবং ঐন্দ্রজালিক জ্ঞানের ব্যবহার করে একটি ঝড় (the tempest) সৃষ্টি করেন, যার ফলে তার ভাই আন্তোনিও (Antonio) – যে তার পদ দখল করে তাকে বিতাড়িত করেছিল – তার জাহাজ সমুদ্রে ডুবে যায়।
প্রধান চরিত্রসমূহ (Main Characters):
প্রোসপেরো (Duke)
মিরান্ডা (নায়িকা - Heroine)
এরিয়েল (অতিপ্রাকৃত সত্তা - ভালো চরিত্রে - Supernatural creature - good character)
ক্যালিবান (অতিপ্রাকৃত সত্তা - খারাপ চরিত্রে - Supernatural creature - bad in character)
আন্তোনিও (খলনায়ক/ডিউকের ভাই - Villain/ brother of Duke)
ফার্ডিনান্ড (নায়ক - Hero)
গঞ্জালো (Gonzalo), ইত্যাদি।
"দ্য টেম্পেস্ট" থেকে বিখ্যাত উক্তি (Famous quotations from The Tempest):
“Hell is empty and all the devils are here.”
“We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
“This thing of darkness, I acknowledge mine.”
“Thought is free.”
“O, brave new world, that has such people in't!”
“Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
“Misery acquaints a man with strange bedfellows.”
উইলিয়াম শেক্সপিয়ার (William Shakespeare) (১৫৬৪-১৬১৬):
উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ খ্রিস্টাব্দে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ খ্রিস্টাব্দে।
তার জন্মস্থান স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন (Stratford Avon)।
তিনি ছিলেন একাধারে একজন ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা (English poet, dramatist এবং actor)।
তাকে ইংরেজি জাতীয় কবি (English national poet) বলা হয়।
তাকে 'বার্ড অফ অ্যাভন' (Bard of Avon) বা 'সোয়ান অফ অ্যাভন' (Swan of Avon) বলা হয়।
শেক্সপিয়ার মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি সনেট (sonnets) রচনা করেছেন।
শেক্সপিয়ার রচিত বিখ্যাত কমেডি (Shakespeare's Famous Comedies):
As You Like It
The Tempest
Twelfth Night
Love's Labour's Lost
A Comedy of Errors
The Taming of the Shrew
Much Ado About Nothing
All's Well That Ends Well
A Midsummer Night's Dream
The Merry Wives of Windsor
The Two Gentlemen of Verona, ইত্যাদি।
0
Updated: 1 month ago
Who delivers the final speech in Hamlet?
Created: 2 months ago
A
Horatio
B
Claudius
C
Fortinbras
D
Laertes
নাটকের শেষে Fortinbras ডেনমার্কে প্রবেশ করে এবং নিহত রাজপুত্র হ্যামলেটের জন্য সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। তার শেষ বক্তব্য নাটকের করুণ পরিণতিকে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক পরিসরে নিয়ে যায়।
1
Updated: 2 months ago
What is Hamlet’s famous soliloquy in Act 3, Scene 1?
Created: 2 months ago
A
“O brave new world”
B
“To be, or not to be”
C
“All the world’s a stage”
D
“Out, out brief candle”
হ্যামলেট জীবনের কষ্ট আর মৃত্যুর শান্তি নিয়ে চিন্তা করেন। তিনি প্রশ্ন তোলেন—বেঁচে থাকা ভালো নাকি মৃত্যুর মাধ্যমে মুক্তি পাওয়া ভালো। এটি তাঁর দার্শনিক দ্বন্দ্ব প্রকাশ করে।
0
Updated: 2 months ago
'Neither a borrower nor a lender be, For loan oft loses both itself and friend.' This extract is taken from Shakespeare's play _______ .
Created: 1 month ago
A
Macbeth
B
King Lear
C
Measure for Measure
D
Hamlet
উক্তিটি William Shakespeare-এর Hamlet নাটক থেকে নেওয়া হয়েছে। এখানে Polonius তার ছেলে Laertes কে উপদেশ দিচ্ছেন। এর অর্থ হলো ঋণ নেওয়া বা দেওয়া উভয়ই ঝুঁকিপূর্ণ; কারণ ঋণ বন্ধু এবং অর্থ—উভয়ই হারাতে পারে।
• Hamlet:
-
Hamlet হলো William Shakespeare রচিত ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি।
-
এটি ৫ অ্যাক্ট বিশিষ্ট এবং ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
নাটকের মূল চরিত্র Hamlet হলো ডেনমার্কের এক প্রিন্স।
-
হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী।
-
এরপর প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে, এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ট্র্যাজেডির কাহিনি এগিয়ে চলে।
-
নাটকে Claudius কে antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে।
-
নাটকটি Hamlet-এর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।
• Famous quotations from Hamlet:
-
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
-
To be or not to be, that is the question.
-
Frailty, thy name is woman.
-
Brevity is the soul of wit.
-
Listen to many, speak to a few.
-
Though this be madness, yet there is method in't.
-
Conscience doth make cowards of us all.
-
There is divinity that shapes our end.
• William Shakespeare:
-
জন্ম Stratford-upon-Avon।
-
একজন English poet, dramatist, এবং actor।
-
তাকে English national poet এবং ‘Bard of Avon’ বলা হয়।
-
তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মনে করে।
• Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar.
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream।
-
Famous poems: Shall I Compare Thee to a Summer’s Day/Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis।
0
Updated: 1 month ago