নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
A
১
B
২
C
৩
D
৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
সমাধান:
এখানে,
১ম চিত্র থেকে ২য় চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৩৫° ঘুরে, ২য় চিত্র থেকে ৩য় চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে।
আবার, ৩য় চিত্র থেকে ৪র্থ চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৩৫° ঘুরবে।
সেই হিসাবে সঠিক উত্তর ৩ নং।

0
Updated: 22 hours ago
পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
Created: 2 weeks ago
A
শ্বশুর
B
পিতা
C
চাচা
D
ভাই
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
সমাধান:
ক হলেন গ এর মা;
এবং, খ হচ্ছেন বাবা।
গ হচ্ছে ঙ এর স্ত্রী। অর্থাৎ, গ - ক ও খ এর মেয়ে। আর ঙ তাদের মেয়ে-জামাই।
তাহলে, খ (বাবা) হচ্ছেন ঙ এর শ্বশুর।

0
Updated: 2 weeks ago
প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 week ago
A
20
B
26
C
30
D
25
প্রশ্ন: প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
32 + 22
= 9 + 4
= 13
২য় চিত্রে,
42 + 82
= 16 + 64
= 80
∴ ৩য় চিত্রে,
12 + 52
= 1 + 25
= 26
∴ সঠিক উত্তর - খ) 26

0
Updated: 1 week ago
২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 2 weeks ago
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার

0
Updated: 2 weeks ago