পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
A
অনিক
B
বিজয়
C
মুকুল
D
রাজিব
উত্তরের বিবরণ
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
সমাধান:
দেওয়া তথ্য মতে,
রাজিবের বামদিকে মুকুল।
বিজয় অনিক ও নুরুলের মাঝে আছে।
বিজয় অনিকের ডান দিকে আছে অর্থাৎ অনিকের ডান পাশে যে ব্যক্তি আছে তিনি বিজয়।
অতএব নূরুলের ডান দিকে সবসময় মুকুলই থাকে।
অতএব উত্তর: মুকুল।

0
Updated: 22 hours ago
একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
Created: 2 weeks ago
A
৬ টি
B
১০ টি
C
১২ টি
D
৫ টি
প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
সমাধান:
ধরি,
বাঘের সংখ্যা x এবং উটপাখির সংখ্যা y
যেহেতু প্রতিটি প্রাণীর একটি করে মাথা থাকে এবং মোট মাথার সংখ্যা ১৫,
∴ x + y = ১৫ ....... (১)
আবার,
বাঘের ৪টি পা এবং উটপাখির ২টি পা থাকে, এবং মোট পায়ের সংখ্যা ৫০,
∴ ৪x + ২y = ৫০ ...... (২)
এখন সমীকরণ (১) নং হতে পাই,
x = ১৫ - y
সমীকরণ (১) নং হতে পাই,
৪(১৫ - y) + ২y = ৫০
⇒ ৬০ - ৪y + ২y = ৫০
⇒ ২y = ৬০ - ৫০
⇒ y = ১০/২
∴ y = ৫
∴ উটপাখির সংখ্যা = ৫ টি।

0
Updated: 2 weeks ago
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে নিচের কোনটি বোঝাবে?
Created: 2 weeks ago
A
TQPSV
B
TQPSU
C
TQPRS
D
TQPRU
প্রশ্ন:
-
যদি GAMES দিয়ে HBNFT বোঝায়, তাহলে SPORT দিয়ে কী বোঝাবে?
সমাধান:
-
প্রথম উদাহরণ বিশ্লেষণ: GAMES → HBNFT
-
প্রতিটি বর্ণকে পরবর্তী বর্ণে পরিবর্তন করা হয়েছে:
-
G → H
-
A → B
-
M → N
-
E → F
-
S → T
-
-
-
একই নিয়ম SPORT-এর ক্ষেত্রে প্রয়োগ:
-
S → T
-
P → Q
-
O → P
-
R → S
-
T → U
-
উত্তর:

0
Updated: 2 weeks ago
UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
Created: 2 weeks ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
সমাধান:
সঠিক উত্তর - 1 নং

0
Updated: 2 weeks ago