প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?
A
১৫
B
১৬
C
৭
D
৯
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন?
সমাধান:
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGE, EGC, GFC, BGF, DGB এবং ADG = ৬টি
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AGC, BGC, ABG = ৩টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজগুলো হলো-
AFC, BEC, BDC, ABF, ABE এবং DAC = ৬টি
সবগুলো ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ ABC = ১টি
∴ সর্বমোট ত্রিভুজের সংখ্যা = ৬ + ৩ + ৬ + ১ = ১৬ টি

0
Updated: 22 hours ago
নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
Created: 2 weeks ago
A
৪১ টি
B
২৫ টি
C
২৮ টি
D
৩০ টি
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায় -
১২ + ২২ + ৩২ + ৪২
= ১ + ৪ + ৯ + ১৬
= ৩০ টি

0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 5 days ago
A
2
B
4
C
6
D
8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
20 + 15 - 5 = 30;
8 + 10 - 6 = 12
৩য় চিত্রে
? + 8 - 10 = 2
বা, ? - 2 = 2
বা, ? = 2 + 2
∴ ? = 4

0
Updated: 5 days ago
AC = BC হলে নিচের চিত্রে x এর মান কত?
Created: 5 days ago
A
100°
B
110°
C
120°
D
90°
প্রশ্ন: AC = BC হলে নিচের চিত্রে x এর মান কত?
সমাধান:
চিত্রে, ∠CAB = 180° - x
দেওয়া আছে,
AC = BC
∴ ∠ABC = 180° - x
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 180° - x + 180° - x + 40° = 180°
⇒ 400° - 2x = 180°
⇒ - 2x = 180° - 400°
⇒ - 2x = - 220°
⇒ x = (- 220°)/(- 2)
∴ x = 110°

0
Updated: 5 days ago