In literature, the literary term Catastrophe refers to —
A
The comic relief in a tragedy
B
The resolution or conclusion of a play, especially a tragedy
C
The introduction of the main characters
D
The climax of the rising action
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) The resolution or conclusion of a play, especially a tragedy.
Catastrophe সূত্রধর্ম:
আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা: এটি একটি ট্র্যাজেডির শেষ দৃশ্য যেখানে নায়কের মৃত্যু বা গুরুতর দুর্ভোগ ঘটে।
অন্যভাবে বলা হলে, একটি ট্র্যাজেডির দৃষ্টান্তগত কাহিনির dreadful consequence হচ্ছে Catastrophe।
সাধারণত ট্র্যাজেডিতেই এটি ঘটে।
এটি Denouement শব্দের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।
প্রধান চরিত্রের কিছু ভুলের কারণে নাটকের শেষে মহাদূর্যোগ নেমে আসে; উদাহরণ হিসেবে Doctor Faustus-এ Faustus ঈশ্বরের ক্ষমা চাইলে Lucifer তাকে hell-এ টেনে নিয়ে যায়।
Catastrophe সাহিত্যে বিশেষত নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে কাহিনির চূড়ান্ত পরিণতি ঘটে, দ্বন্দ্বগুলোর নিষ্পত্তি হয় এবং নায়কের মৃত্যু বা গুরুতর দুর্ভোগের ফলাফল দেখা যায়।
অন্যান্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।

0
Updated: 22 hours ago
Which of the following is a Coordinating Conjunction?
Created: 3 weeks ago
A
After
B
If
C
Once
D
Nor
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 week ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 1 week ago
"Eliza Doolittle" is a famous character taken from-
Created: 2 weeks ago
A
The Doctor's Dilemma
B
Pygmalion
C
Man and Superman
D
Mrs. Warren's Profession
Eliza Doolittle হলো George Bernard Shaw-এর বিখ্যাত নাটক Pygmalion-এর প্রধান চরিত্র, যা ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস ও প্রেমের জটিলতা তুলে ধরে।
-
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কবিশিষ্ট একটি রোমান্টিক নাটক।
-
প্রথম মঞ্চায়ন ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস।
Characters of the play
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি Modern period-এর একজন নাট্যকার।
-
Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে Nobel Prize লাভ করেন।
-
তাঁর সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
Famous Plays of G.B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Candida (Comedy/Problem Play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Historical play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Heartbreak House (Drama/Social Criticism)
-
St. Joan of Arc (Historical Drama/Tragedy)

0
Updated: 2 weeks ago