In literature, the literary term Catastrophe refers to —
A
The comic relief in a tragedy
B
The resolution or conclusion of a play, especially a tragedy
C
The introduction of the main characters
D
The climax of the rising action
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) The resolution or conclusion of a play, especially a tragedy.
Catastrophe সূত্রধর্ম:
আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা: এটি একটি ট্র্যাজেডির শেষ দৃশ্য যেখানে নায়কের মৃত্যু বা গুরুতর দুর্ভোগ ঘটে।
অন্যভাবে বলা হলে, একটি ট্র্যাজেডির দৃষ্টান্তগত কাহিনির dreadful consequence হচ্ছে Catastrophe।
সাধারণত ট্র্যাজেডিতেই এটি ঘটে।
এটি Denouement শব্দের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।
প্রধান চরিত্রের কিছু ভুলের কারণে নাটকের শেষে মহাদূর্যোগ নেমে আসে; উদাহরণ হিসেবে Doctor Faustus-এ Faustus ঈশ্বরের ক্ষমা চাইলে Lucifer তাকে hell-এ টেনে নিয়ে যায়।
Catastrophe সাহিত্যে বিশেষত নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে কাহিনির চূড়ান্ত পরিণতি ঘটে, দ্বন্দ্বগুলোর নিষ্পত্তি হয় এবং নায়কের মৃত্যু বা গুরুতর দুর্ভোগের ফলাফল দেখা যায়।
অন্যান্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।
0
Updated: 1 month ago
Which of the underlined parts in the following sentences is not an adverbial clause?
Created: 2 months ago
A
I went home because I was tired.
B
He works hard so that he can succeed.
C
Whether they will come is still uncertain.
D
He runs as fast as he can.
Correct Answer:
-
Whether they will come is still uncertain. ✅
Explanation:
-
The underlined part (Whether they will come) is a Noun Clause.
-
Noun Clause acts as the subject of the sentence here.
-
It often begins with That, What, When, Why, Whether, How when functioning as a subject.
-
Structure: Noun Clause + Be verb + Principal Clause
-
Example: Whether they will come (Noun Clause) + is (Be verb) + still uncertain (Principal Clause).
-
Other Options:
-
I went home because I was tired.
-
because I was tired → Adverbial Clause of Reason
-
Answers the question: “Why did I go home?”
-
-
He works hard so that he can succeed.
-
so that he can succeed → Adverbial Clause of Purpose
-
Answers the question: “Why does he work hard?”
-
-
He runs as fast as he can.
-
as fast as he can → Adverbial Clause of Degree
-
Answers the question: “How does he run?”
-
Note:
-
Adverbial clauses generally answer where, when, how, why questions, while Noun clauses often act as subject, object, or complement in a sentence.
Source:
-
A Passage To The English Language, S. M. Zakir Hussain
-
Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
She started learning Spanish last month. Here, 'learning' is used as -
Created: 2 months ago
A
Participle
B
Gerund
C
Linking verb
D
Main verb
She started learning Spanish last month.
Here, 'learning' is used as a Gerund.
-
Gerund (verb + ing) একটি verb যা object হিসেবে ব্যবহৃত হতে পারে।
-
এই বাক্যে started verb-এর object হিসেবে learning ব্যবহার হয়েছে, তাই এটি Gerund।
Gerund:
-
Verb+ing যদি একই সাথে Verb এবং Noun এর কাজ করে, তাকে Gerund বলা হয়।
-
Noun হিসেবে ব্যবহৃত হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যুক্ত হয়।
-
A Gerund is a double part of speech – Noun এবং Verb একত্রিত।
-
Gerunds ক্রিয়া প্রকাশ করে না, বরং noun-এর মতো কাজ করে।
Functions of the Gerund:
-
As subject:
-
Rising early is a good habit.
-
-
As object:
-
I like playing Badminton.
-
-
As an object of a preposition:
-
The old woman is tired of walking.
-
-
As a complement of a verb:
-
Working is earning.
-
0
Updated: 2 months ago
What does "buttress" mean when used as a verb?
Created: 1 month ago
A
To ignore or neglect something
B
To completely remove something
C
To weaken or undermine something
D
To give support to or strengthen something
Buttress একটি transitive verb, যা বোঝায় কোনো কিছুকে সমর্থন বা শক্তিশালী করা। এটি মূলত কোনো কাঠামো বা ধারণাকে দৃঢ় করা বা স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Buttress (verb-transitive)
English Meaning: To give support to or strengthen something
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন বা বলবৃদ্ধি করা -
Correct Answer: To give support to or strengthen something
-
Synonyms: Strengthen (শক্তিশালী করা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/দুর্ভেদ্য করা), Support (সমর্থন করা)
-
Antonyms: Undercut (অপরিবর্তিত করা), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা), Hinder (বাঁধা দেওয়া), Neglect (অবহেলা করা)
-
Other Forms:
-
Buttress (noun): দেওয়ালের ঠেকনা বা আলম্ব; বহিরালম্ব; (লাক্ষণিক) আলম্ব; উপাশ্রয়; উপস্তম্ভ; ভিত্তি
-
-
Example Sentence:
-
The results of the experiment have buttressed the theory.
-
-
Source:
0
Updated: 1 month ago