২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?
A
১৩, ৭৭, ৯১, ১৪৩
B
৭, ২২, ২৬, ৯১
C
২৬, ৭৭, ১৪৩, ১৫৪
D
২, ৭, ১১, ১৩
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?
সমাধান:
১৩, ৭৭, ৯১, ১৪৩ - সংখ্যাগুচ্ছের ল.সা.গু ১০০১।
অন্যান্য সংখ্যাগুচ্ছের ল.সা.গু. ২০০২।
0
Updated: 3 months ago
১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু কত?
Created: 2 months ago
A
২০/৩
B
২০/৩
C
৩০
D
২৪
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত? সমাধান: দুটি ভগ্নাংশের গুণফল = ২৪/৩৫ একটি ভগ্নাংশ = ৮/৫ ∴ অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ = (২৪/৩৫) ÷ (৮/৫) = (২৪/৩৫) × (৫/৮) = ৩/৭
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?
সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল = ২৪/৩৫
একটি ভগ্নাংশ = ৮/৫
∴ অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২৪/৩৫) ÷ (৮/৫)
= (২৪/৩৫) × (৫/৮)
= ৩/৭
0
Updated: 2 months ago
দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যা কত?
Created: 6 days ago
A
২৪
B
৪৮
C
৬০
D
৭২
অপর সংখ্যা = ৩৬০×২/১০
= ৭২
0
Updated: 6 days ago
x2 - 3x , x3 - 9x এবং x3 - 4x2 + 3x এর গ.সা.গু. কত?
Created: 1 month ago
A
x
B
x(x - 3)
C
(x + 3)
D
x(x + 3)
প্রশ্ন: x2 - 3x , x3 - 9x এবং x3 - 4x2 + 3x এর গ.সা.গু. কত?
সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = x2 - 3x
= x(x - 3)
২য় রাশি = x3 - 9x
= x(x2 - 9)
= x(x + 3)(x - 3)
৩য় রাশি = x3 - 4x2 + 3x
= x(x2 - 4x + 3)
= x(x2 - 3x - x + 3)
= x{x(x - 3) - 1(x - 3)}
= x(x - 3)(x - 1)
∴ নির্ণেয় গ.সা.গু = x(x - 3)
0
Updated: 1 month ago