২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
A
১১টি
B
৯টি
C
৮টি
D
১০টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান:
• ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি।
• সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
• কিন্তু যদি বলা হতো ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে ২ অন্তর্ভূক্ত হতো এবং সংখ্যা হতো ১১টি।

0
Updated: 1 month ago
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
Created: 1 month ago
A
TOXIC
B
STONE
C
OPTIC
D
PRONE
প্রশ্ন: যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
সমাধান:
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = OPTIC
CRUEL শব্দটিতে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L
অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C
অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.

0
Updated: 1 month ago
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
57
B
75
C
39
D
93
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
একক স্থানীয় অংক = x
এবং দশক স্থানীয় অংক = (12 - x)
∴ সংখ্যাটি = {x + 10(12 - x)}
= 120 - 9x
আবার,
অংকদ্বয়ের স্থান বিনিময়ের পর সংখ্যাটি = {10x + (12 - x)}
= 9x + 12
প্রশ্নমতে,
(9x + 12) - (120 - 9x) = 54
বা, 9x + 12 - 120 + 9x = 54
বা, 18x - 108 = 54
বা, 18x = 54 + 108
বা, 18x = 162
বা, x = 162/18
∴ x = 9
∴ নির্ণেয় সংখ্যাটি = 120 - (9 × 9)
= 120 - 81
= 39

0
Updated: 2 weeks ago
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
Created: 3 weeks ago
A
৬
B
৩
C
৫
D
৪
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
সমাধান:
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১
প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৫(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক২ - ১) = ৫ × ৩ক
বা, ক২ - ১ = ১৫
বা, ক২ = ১৬
∴ ক = ৪
সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
∴ সংখ্যা তিনটির গড় = (৩ + ৪ + ৫)/৩
= ১২/৩
= ৪

0
Updated: 3 weeks ago