কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
A
১/১১
B
৩/৩১
C
২/২১
D
√০.০২
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
সমাধান:
ক) ১/১১ =.০৯০৯
খ) ৩/৩১ = ০.০৯৬৭
গ) ২/২১ = ০.০৯৫২
ঘ) √০.০২ = ০.১৪১৪
0
Updated: 3 months ago
১৯, ৩৩, ৫১, ৭৩, ................. । পরবর্তী সংখ্যাটি কত?
Created: 5 months ago
A
৮৫
B
১২১
C
৯৯
D
৯৮
প্রশ্ন: ১৯, ৩৩, ৫১, ৭৩, ................. । পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
১ম পদ = ১৯
২য় পদ = ১৯ + ১৪ = ৩৩
৩য় পদ = ৩৩ + ১৮ = ৫১
৪র্থ পদ = ৫১ + ২২ = ৭৩
৫ম পদ = ৭৩ + ২৬ = ৯৯
0
Updated: 5 months ago
১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?
Created: 2 months ago
A
১ গ্রাম
B
৩ গ্রাম
C
৫ গ্রাম
D
৬ গ্রাম
আসো দ্রুত যাচাই করি:
-
প্রাথমিকভাবে তামা = গ্রাম, দস্তা = গ্রাম।
-
যদি আরও গ্রাম তামা যোগ করি, তবে নতুন অনুপাত হবে:
✅ সঠিক!
অতএব, আরো ৩ গ্রাম তামা মেশাতে হবে যাতে তামা ও দস্তার অনুপাত ৫:১ হয়।
0
Updated: 2 months ago
কোনটি মৌলিক সংখ্যা?
Created: 7 hours ago
A
৪৯
B
৫১
C
৫৭
D
৫৯
সমাধান:
-
৪৯ = ৭ × ৭ → মৌলিক নয়
-
৫১ = ১৭ × ৩ → মৌলিক নয়
-
৫৭ = ৩ × ১৯ → মৌলিক নয়
-
৫৯ → শুধুমাত্র ১ এবং ৫৯ দ্বারা বিভাজ্য → মৌলিক
উত্তর: ৫৯
0
Updated: 7 hours ago