A
ওমর খৈয়াম
B
আল-খারিজমী
C
ইবনে খালদুন
D
উলুগ বেগ
উত্তরের বিবরণ
ইবনে খালদুন আরব বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ হিসেবে খ্যাত। তিনি ২৭ মে ১৩৩২ সালে তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ণ নাম ছিল ওলী উদ্দিন আবু জায়েদ আবদুর রহমান ইবনে মুহম্মদ ইবনে খালদুন আল-হাযরামী।
‘ওলী উদ্দিন’ উপাধিটি তাকে দেওয়া হয়েছিল তার পণ্ডিত ও ধর্মীয় জ্ঞানের কারণে, যার অর্থ ‘ধর্মের রক্ষাকর্তা’।
ইতিহাসে তাঁর সেরা অবদান হিসেবে বিবেচিত ‘মোক্বাদ্দিমা’ গ্রন্থে তিনি ইতিহাসের এক অত্যন্ত প্রাচীন ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সূচনা করেন। ১৭ মার্চ ১৪০৬ সালে মিশরের কায়রোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

0
Updated: 1 week ago