What is the synonym of 'Competent'?
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
উত্তরের বিবরণ
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Created: 4 months ago
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।

0
Updated: 4 months ago
Which of the following is correct?
Created: 2 weeks ago
A
I will be working on my project all night.
B
I will be work on my project all night.
C
I will working on my project all night.
D
I will to be working on my project all night.
Correct sentence: I will be working on my project all night.
Future Continuous Tense:
ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এমন বোঝাতে Future Continuous Tense ব্যবহার হয়।
Structure: Subject + shall/will be + main verb + ing + object
Examples:
I will be working on my project all night.
She will be attending the conference next week.
They will be travelling to Europe this time next year.
বাকি বিকল্পগুলো ভুল কারণ:
খ) “will be work” → ভুল, কারণ “be + V-ing” দরকার।
গ) “will working” → ভুল, “be” দরকার।
ঘ) “will to be working” → ভুল, “to” দরকার নেই এবং structure ঠিক নয়।

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence-
Created: 3 months ago
A
Let he and you be witnesses
B
Let you and him be witnesses
C
Let you and he be witnesses
D
Let you and he be witness
১. যদি কোনো বাক্যে একাধিক Pronoun থাকে, তাহলে সাধারণত এগুলো Second Person → Third Person → First Person (সংক্ষেপে '231' নিয়মে) সাজানো হয়। যেমন:
You, he and I are responsible.
এক্ষেত্রে verb সর্বদা plural হয়।
২. তবে, যখন অপরাধ বা দোষ স্বীকার করার বিষয় থাকে, তখন pronoun-এর ক্রম হয় First Person → Second Person → Third Person (যেমন '123' বা '132')। যেমন:
I, you and he committed the crime.
৩. Let-এর পর সবসময় Objective Pronoun ব্যবহৃত হয়।
উদাহরণ: Let you and him be witnesses.
এখানে you এবং him — উভয়ই Objective Pronoun।
অন্যদিকে, you and he হলো এর Subjective form, যা Let-এর পরে ব্যবহারযোগ্য নয়।

0
Updated: 3 months ago