Choose the correct sentence.
A
A few of the three boys got a prize
B
Each of the three boys got a prize
C
Every of the three boys got a prize
D
All of the three boys got a prize
উত্তরের বিবরণ
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়।
– a prize এর সাথে সঙ্গতি রেখে a few of / all of এর ব্যবহার অশুদ্ধ।
– Every of এর ব্যবহার অশুদ্ধ।
তাই এখানে সঠিক বাক্য হবে – Each of the three boys got a prize.
0
Updated: 7 months ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
She speaks English like English
B
She speaks the English like English
C
She speaks the English like the English
D
She speaks English like the English
Article এর নিয়ম অনুযায়ী, ভাষার নামের আগে কোনো article ব্যবহার করা হয় না, কিন্তু যেকোনো জাতির নামের আগে the ব্যবহার করা হয়। এই নিয়মের আলোকে বাক্য বিশ্লেষণ করলে দেখা যায়,
"She speaks English like the English," সবচেয়ে উপযুক্ত এবং grammaticalভাবে সঠিক।
-
এটি বোঝায় যে সে ইংরেজি ভাষা English এমনভাবে বলে, যেমন সাধারণত ইংরেজরা the English বলে।
-
বাংলায় বলতে গেলে, এখানে বলা হচ্ছে, সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে।
-
বাকী অপশনগুলো article-এর নিয়ম অনুযায়ী সঠিক নয় এবং grammatically ভুল।
সুতরাং সঠিক উত্তর: She speaks English like the English.
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Victims of the crash will be compensated to their injuries.
B
Victims of the crash will be compensated with their injuries.
C
Victims of the crash will be compensated at their injuries.
D
Victims of the crash will be compensated for their injuries.
Correct Sentence: Victims of the crash will be compensated for their injuries.
-
Compensate for something
-
English Meaning: To pay someone money in exchange for something that has been lost or damaged, or for some problem
-
Bangla Meaning: ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
অর্থাৎ কোনো কিছুর ক্ষতিপূরণ বা খেসারত দেওয়ার জন্য compensate এর সাথে for ব্যবহৃত হয়।
-
-
More Examples:
-
The fund is designed to compensate people for loss of income.
-
She was not compensated for the damage done to her car.
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
She go to the market yesterday.
B
She went to the market yesterday.
C
She gone to the market yesterday.
D
She going to the market yesterday.
প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense-এ রয়েছে এবং সঠিক উত্তর হলো She went to the market yesterday।
Past Indefinite Tense:
-
অতীতে কোনো কাজ ঘটেছিল এবং তার ফল বর্তমানে নেই এমন পরিস্থিতি বোঝাতে verb-এর Past Indefinite বা Simple Past ফর্ম ব্যবহার করা হয়।
-
যখন বাক্যে yesterday, ago, last night, last week, last month, as soon as এর মতো সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb-এর Simple Past ফর্ম ব্যবহার করা হয়।
উল্লেখিত প্রশ্নে বিশ্লেষণ:
-
বাক্যে yesterday শব্দটি থাকায় Past Indefinite Tense নির্দেশ করা হয়েছে, তাই সঠিক উত্তর হলো অপশন (খ)।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) She go to the market yesterday।
-
ভুল। "yesterday" অতীতকাল নির্দেশ করছে, তাই বর্তমানকাল (go) ব্যবহার করা যায় না।
-
-
গ) She gone to the market yesterday।
-
ভুল। এখানে auxiliary verb (has/have/had) ব্যবহার করা হয়নি, অথচ past participle ব্যবহার হয়েছে, তাই বাক্যটি grammatically ভুল।
-
-
ঘ) She going to the market yesterday।
-
ভুল। বাক্যটি অসম্পূর্ণ এবং ভুল গঠনের। "She going" হওয়ার পরিবর্তে "She was going" হতে হবে, যা Past Continuous হবে। শুধুমাত্র "going" ব্যবহার করা সঠিক নয়।
-
Source:
0
Updated: 1 month ago