A
চট্টগ্রাম
B
ভোলা
C
কক্সবাজার
D
পটুয়াখালী
উত্তরের বিবরণ
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা — কক্সবাজার।
------------------
• সীমান্তবর্তী স্থান, উপজেলা, জেলা:
- সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান — বাংলাবান্ধা।
- সর্ব উত্তরের উপজেলার — তেঁতুলিয়া।
- সর্ব উত্তরের জেলা — পঞ্চগড়।
- সর্ব পূর্বের স্থান — আখাইনঠং।
- সবচেয়ে পূর্বের উপজেলা — থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা — বান্দরবান।
- সর্ব পশ্চিমের স্থান — মনকশা।
- সর্ব পশ্চিমের উপজেলা — শিবগঞ্জ।
- সর্ব পশ্চিমের জেলা — চাঁপাইনবাবগঞ্জ।
- সর্ব দক্ষিণের স্থান — ছেড়াদ্বীপ।
- সর্ব দক্ষিণের উপজেলা — টেকনাফ।
- সর্ব দক্ষিণের জেলা — কক্সবাজার।
আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশের উষ্ণতম স্থান: লালপুর, নাটোর।
- শীতলতম স্থান: শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
- সর্বোচ্চ বৃষ্টিপাত হয়: লালাখান, সিলেট।
- সর্বনিম্ন বৃষ্টিপাত হয়: লালপুর, নাটোর।
- সর্ব উত্তরের জেলা: পঞ্চগড়।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা: রাঙামাটি।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা: মেহেরপুর।
উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট, জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 week ago