বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জাপান
D
লুক্সেমবার্গ
উত্তরের বিবরণ
World Investment Report 2025 জুন ২০২৫ সালে প্রকাশ করেছে UN Trade and Development (UNCTAD)। প্রতিবেদনে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ ও দেশভিত্তিক অবস্থান তুলে ধরা হয়েছে।
-
বিনিয়োগে শীর্ষ ৫ দেশ হলো:
১. যুক্তরাষ্ট্র – ২,৬৬,৩৬৭ মিলিয়ন ডলার
২. জাপান – ২,০৪,৩৮০ মিলিয়ন ডলার
৩. চীন – ১,৬২,৭৮০ মিলিয়ন ডলার
৪. লুক্সেমবার্গ – ১,০৮,৫৯৮ মিলিয়ন ডলার
৫. হংকং – ৮৭,২৪৭ মিলিয়ন ডলার -
বৈশ্বিক বিনিয়োগে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
-
জাপানের বিনিয়োগ বৃদ্ধির পেছনে প্রধানত প্রযুক্তি খাত ও বৈদেশিক সম্পদে বিনিয়োগ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
-
চীন এখনো এশিয়ার অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ হলেও সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ তার প্রবৃদ্ধিকে কিছুটা প্রভাবিত করেছে।
-
লুক্সেমবার্গ একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে কর-সুবিধা ও বহুজাতিক কোম্পানির সদরদপ্তর থাকার কারণে বিনিয়োগে শীর্ষ তালিকায় রয়েছে।
-
হংকংয়ের অবস্থান এশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগস্থল হিসেবে তার গুরুত্বকে প্রতিফলিত করছে।
-
সামগ্রিকভাবে প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বিনিয়োগে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধির প্রভাব পড়ছে, তবে প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের প্রবণতা ইতিবাচক।

0
Updated: 1 day ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 2 weeks ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 2 days ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
রাশিয়া ও উত্তর কোরিয়া
C
চীন ও ভারত
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
২০২৫ সালের শুরুতে অনুমান করা হয় এই ৯টি দেশের হাতে মোট ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে
-
বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে আছে
-
এই দুই দেশ প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন বা সক্রিয় অবস্থায় রয়েছে
-
বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে
-
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১,৪১৯টি এবং রাশিয়া প্রায় ১,৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে

0
Updated: 2 days ago
কোন দেশ পানামা খালের খনন কাজে তত্ত্বাবধান করেছিল?
Created: 5 days ago
A
জার্মানি
B
যুক্তরাজ্য
C
পানামা
D
যুক্তরাষ্ট্র
পানামা খাল:
-
নির্মাণ কাজ শুরু: ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে।
-
নির্মাণ সম্পন্ন: ১৯১৪ সালে।
-
১৯৭৯ সাল পর্যন্ত খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
-
১৯৭৯ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্র যৌথভাবে খালটির নিয়ন্ত্রণ চালায়।
-
১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র খালটি পূর্ণরূপে পানামার কাছে হস্তান্তর করে।
-
অবস্থান: উত্তর আমেরিকার দেশ পানামা।
-
পানি সংযোগ: আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
ভূগোল: উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।

0
Updated: 5 days ago