দেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি?
A
মনোসাইট
B
বেসোফিল
C
নিউট্রাফিল
D
লিম্ফোসাইট
উত্তরের বিবরণ
অ্যাগ্রানুলোসাইট হলো এমন শ্বেত রক্তকোষ যার সাইটোপ্লাজম দানাহীন ও স্বচ্ছ। এগুলো মূলত দুই ধরনের: লিম্ফোসাইট এবং মনোসাইট। দেহের লিম্ফনোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এই কোষগুলো তৈরি হয়।
-
লিম্ফোসাইট:
-
ছোট কোষ যার বড় নিউক্লিয়াস থাকে।
-
অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডির মাধ্যমে দেহে প্রবেশ করা রোগজীবাণু ধ্বংস করে।
-
দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
-
-
মনোসাইট:
-
বড় রক্তকোষ যার ডিম্বাকার বা বৃক্কাকার নিউক্লিয়াস থাকে।
-
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগজীবাণু ধ্বংস করে।
-

0
Updated: 8 hours ago
মানব দেহে RBC-এর তুলনায় White Blood Cell-এর সংখ্যা কেমন থাকে?
Created: 2 days ago
A
কম
B
বেশি
C
সমান
D
শূন্য
শ্বেত রক্ত কণিকা (White Blood Cell বা WBC) হলো হিমোগ্লোবিনবিহীন, নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ, যাদের নির্দিষ্ট কোনো আকার নেই।
-
গড় আয়ু: ১–১৫ দিন
-
সংখ্যা: রক্তে WBC-এর সংখ্যা RBC-এর তুলনায় অনেক কম
-
চলাচল: অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করতে পারে এবং রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে
-
ক্রিয়া:
-
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে
-
রক্তরসের মাধ্যমে নিজেরাই চলতে সক্ষম
-
-
প্রতিক্রিয়া: দেহে বাইরের জীবাণু দ্বারা আক্রমণ হলে শ্বেত রক্তকণিকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়
-
মানবদেহে সংখ্যা: প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪–১০ হাজার
-
শিশু ও অসুস্থদের ক্ষেত্রে: শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়

0
Updated: 2 days ago