গ্যালভানাইজিং-এর মূল উদ্দেশ্য কোনটি?
A
ধাতুকে চকচকে করা
B
ধাতুকে শক্তিশালী করা
C
ধাতুর ক্ষয় রোধ করা
D
ধাতুর রং পরিবর্তন করা
উত্তরের বিবরণ
ধাতুর ক্ষয় রোধ করতে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা হয়, যার মধ্যে গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং এবং পেইন্টিং অন্যতম। এই প্রক্রিয়াগুলো ধাতুকে বাতাস, পানি এবং অন্যান্য ক্ষয়ক পরিবেশ থেকে রক্ষা করে এবং অনেক ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক।
-
গ্যালভানাইজিং:
-
দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে জিংক বা দস্তা ব্যবহার করা হয়, যার অন্যতম হলো গ্যালভানাইজিং।
-
লোহার তৈরি দ্রব্যের উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়।
-
জিংকের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে, ফলে মরিচা পড়ে না।
-
দস্তার পরিবর্তে টিন দিয়ে ধাতব পদার্থের ক্ষয় রোধ করা যায়।
-
-
ইলেকট্রোপ্লেটিং:
-
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়।
-
সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার ও সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়।
-
ধাতুর ক্ষয় রোধের পাশাপাশি বস্তুটি আকর্ষণীয় ও চকচকে হয়।
-
খাবারের কৌটা, সাইকেল ইত্যাদির লোহার অংশে টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয়।
-
-
পেইন্টিং:
-
ধাতব পদার্থের ক্ষয় রোধে পেইন্টিং বা রং করাও কার্যকর।
-
বাসার রেফ্রিজারেটর, আলমারি, গাড়ি ও স্টিলের আসবাবপত্রের ক্ষয় রোধে পেইন্ট ব্যবহার করা হয়।
-
পেইন্ট সময়ের সঙ্গে নষ্ট হয়ে গেলে দ্রুত পুনরায় রং করা উচিত।
-
0
Updated: 1 month ago
কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
Created: 1 month ago
A
কম্পনের তরঙ্গ
B
আলোর তরঙ্গ
C
শব্দ তরঙ্গ
D
পানি তরঙ্গ
তরঙ্গ (Waves) হলো কোনো রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যা সময়ের সঙ্গে স্থানান্তরিত হয়। একটি একক আন্দোলনও তরঙ্গ তৈরি করতে পারে, এবং একাধিক আন্দোলনের পুনরাবৃত্তিতে তরঙ্গদল (Wavetrain) সৃষ্টি হয়। সাধারণত 'তরঙ্গ' বলতে এই পর্যাবৃত্ত তরঙ্গদলকেই বোঝানো হয়। তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়—যেসব জন্য মাধ্যমের প্রয়োজন এবং যেসব জন্য মাধ্যমের প্রয়োজন হয় না।
যান্ত্রিক তরঙ্গ (Mechanical Wave):
-
যেসব তরঙ্গ চলার জন্য বায়ু, তরল বা কঠিন কোনো মাধ্যমের প্রয়োজন হয়, সেগুলো যান্ত্রিক তরঙ্গ।
-
এ ধরনের তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো সরাসরি অংশগ্রহণ করে।
-
উদাহরণ:
-
পুকুরে ঢিল ফেলে সৃষ্টি হওয়া জল তরঙ্গ।
-
সুর-শলাকার কম্পন থেকে সৃষ্ট শব্দ তরঙ্গ, যা বায়ু বা অন্য মাধ্যমের মাধ্যমে সঞ্চালিত হয়।
-
তড়িৎচুম্বকীয় তরঙ্গ (Electromagnetic Wave):
-
বৈদ্যুতিক ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে সঞ্চালিত এই তরঙ্গ।
-
এ ধরনের তরঙ্গ চলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।
-
উদাহরণ: আলোর তরঙ্গ, গামা রশ্মি, মাইক্রোওয়েভ ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
কোন তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
Created: 1 month ago
A
০° C
B
৪° C
C
৩৩° C
D
১০০° C
পানির ধর্ম (Properties of Water)
-
পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল।
-
৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক।
-
০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
-
১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
-
এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১ গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার³।
-
১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
-
৭৬০ মিমি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াসে বাষ্পে রূপান্তরিত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রাইমারি দূষক?
Created: 1 month ago
A
SO3
B
N2O5
C
NO
D
HNO3
প্রাইমারি এবং সেকেন্ডারি দূষক হলো পরিবেশ দূষণের দুটি প্রধান ধরণ। প্রাইমারি দূষক সরাসরি উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে যায়, আর সেকেন্ডারি দূষক গঠিত হয় প্রাইমারি দূষকের রাসায়নিক বিক্রিয়ার ফলে।
প্রাইমারি দূষক
-
এরা directly emitted from a source হয়ে পরিবেশে অপরিবর্তিত থাকে।
-
উদাহরণ:
-
Nitric Oxide (NO)
-
Nitrogen Dioxide (NO2)
-
Carbon Monoxide (CO)
-
Carbon Dioxide (CO2)
-
Sulfur Dioxide (SO2)
-
Ammonia (NH3)
-
ছাই ও ধুলিকণা
-
Volatile Organic Compounds (VOCs)
-
সেকেন্ডারি দূষক
-
এরা not emitted directly বরং প্রাইমারি দূষকের সঙ্গে atmosphere এ chemical reaction এর মাধ্যমে তৈরি হয়।
-
উদাহরণ:
-
Sulfur Trioxide (SO3)
-
Nitric Acid (HNO3)
-
Nitrogen Dioxide (NO2)
-
Sulfuric Acid (H2SO4)
-
Hydrogen Peroxide (H2O2)
-
Ammonium (NH4⁺)
-
Ozone (O3)
-
বিশেষ দ্রষ্টব্য: কিছু দূষক both primary and secondary pollutants হতে পারে। যেমন, Nitrogen Dioxide (NO2) জীবাশ্ম জ্বালানির দহন ও বজ্রপাত থেকে সরাসরি তৈরি হয়, আবার অন্যান্য রাসায়নিক বিক্রিয়া থেকেও atmosphere এ উৎপন্ন হতে পারে।
0
Updated: 1 month ago