২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
A
১১টি
B
৯টি
C
৮টি
D
১০টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান:
• ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০টি।
• সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
• কিন্তু যদি বলা হতো ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে ২ অন্তর্ভূক্ত হতো এবং সংখ্যা হতো ১১টি।
0
Updated: 3 months ago
10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
Created: 2 months ago
A
42
B
56
C
84
D
112
প্রশ্ন: 10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
সমাধান:
যেহেতু 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই মোট সংখ্যা হবে = (10 - 2) = 8 টি
এখন,
8 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
= 8C5
= 8!/{5! × (8 - 5)!}
= 8!/(5! × 3!)
= (8 × 7 × 6 × 5!)/(5! × 3!)
= (8 × 7 × 6)/(3 × 2)
= 56
0
Updated: 2 months ago
একজন দোকানদার ১১০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা কিছু চিনির সঙ্গে ১০০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করে তা ১১৫ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে মোট ১৪০০ টাকা লাভ করলেন। ঐ দোকানদার দ্বিতীয় প্রকারের চিনি কত কেজি মিশ্রিত করেছিলেন?
Created: 2 months ago
A
৪৫ কেজি
B
৬০ কেজি
C
৮০ কেজি
D
১০০ কেজি
তুমি সমাধান ঠিকই করেছো — সব ধাপ সঠিক। ✅
সংক্ষেপে যাচাই:
ধরা হলো প্রথম প্রকার = কেজি, দ্বিতীয় = কেজি → মোট = কেজি।
কর্মপদ্ধতি অনুযায়ী মোট ক্রয়মূল্য = টাকা।
বিক্রয়মূল্য = টাকা।
লাভ = → → 。
তাই দ্বিতীয় প্রকারের চিনি = ৮০ কেজি। ✅
(দ্রষ্টব্য: দ্রুত যাচাই করলে ক্রয়মূল্য = টাকা, বিক্রয় = টাকা → লাভ = টাকা — সঠিক মিল রয়েছে।)
0
Updated: 2 months ago
কোনটি সবচেয়ে ছোট?
Created: 2 months ago
A
2/11
B
3/11
C
2/13
D
4/15
প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?
সমাধান:
2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27
সবচেয়ে ছোট = 2/13
0
Updated: 2 months ago