তেজস্ক্রিয়তা কোন বাহ্যিক কারণ দ্বারা প্রভাবিত হয়?
A
চাপ
B
তাপ
C
তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
তেজস্ক্রিয়তা হলো প্রকৃতিতে পাওয়া এমন একটি প্রক্রিয়া যেখানে কিছু বিশেষ ধরনের পরমাণু স্বতঃস্ফুর্তভাবে উচ্চ ভেদনক্ষমতা সম্পন্ন রশ্মি বিকিরণ করে। এই রশ্মি বিকিরণের ফলে পরমাণু থেকে আলফা কণিকা, বিটা কণিকা এবং গামা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম ও রেডিয়াম এই প্রক্রিয়ায় সক্রিয় থাকে।
-
তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফুর্তভাবে রশ্মি বিকিরণের প্রক্রিয়া।
-
১৮৯৬ খ্রিস্টাব্দে ফরাসী বিজ্ঞানী হেনরী বেকেরেল আকস্মিকভাবে এই রশ্মি আবিষ্কার করেন, যা তাঁর নাম অনুসারে বেকেরেল রশ্মি নামে পরিচিত হয়।
-
তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফুর্ত এবং অবিরাম ঘটনা।
-
তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণিকা, বিটা কণিকা এবং গামা রশ্মি নির্গত হয়।
-
তাপ, চাপ, তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র বা কোনো ভৌত কারণ তেজস্ক্রিয়তা প্রভাবিত করতে পারে না।
-
তেজস্ক্রিয়তার উৎপত্তি স্থল হলো নিউক্লিয়াস।
-
পরমাণুর ভাঙনের ফলে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়।
-
তেজস্ক্রিয়তার কারণে একটি পরমাণু অন্য প্রকারের পরমাণুতে রূপান্তরিত হয়।
-
তেজস্ক্রিয়তা একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।

0
Updated: 8 hours ago