উদ্বায়ী পদার্থ কোনটি?
A
আয়রন
B
নিকোটিন
C
আয়োডিন
D
গ্লিসারিন
উত্তরের বিবরণ
পদার্থের অবস্থা:
-
পদার্থের ভৌত অবস্থা বলতে বোঝায় পদার্থের সংযুক্তি অপরিবর্তিত রেখে তার বিভিন্ন রূপের প্রকাশ।
-
ভৌত অবস্থার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো হলো: ঘনত্ব, স্থায়ীত্ব, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম এবং আলোর সাথে প্রতিক্রিয়া।
-
পদার্থ সাধারণত কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকে।
-
তাপমাত্রার পরিবর্তনে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে।
অবস্থার পরিবর্তনের উদাহরণ:
-
কঠিন বরফকে তাপ দিলে → তরল পানি।
-
পানি তাপ দিলে → গ্যাসীয় বাষ্প।
-
জলীয় বাষ্প ঠান্ডা করলে → তরল পানি।
-
তরল পানি ঠান্ডা করলে → কঠিন বরফ।
উদ্বায়ী পদার্থ:
-
কিছু কঠিন পদার্থ যেমন কর্পূর, আয়োডিন, নিশাদল তাপ দিলে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।
-
আবার শীতল করলে গ্যাসীয় অবস্থা থেকে তরল হয়ে সরাসরি কঠিন অবস্থায় পৌঁছায়।
-
এ ধরনের পদার্থকে উদ্বায়ী পদার্থ বলে।
যা উদ্বায়ী নয়:
-
আয়রন (লোহা): ধাতু, উদ্বায়ী নয়।
-
নিকোটিন: জৈব যৌগ, উদ্বায়ী নয়।
-
গ্লিসারিন: তরল পদার্থ, উদ্বায়ী নয়।
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র কত?
Created: 1 month ago
A
৭.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৯ শতাংশ
D
৬.৫ শতাংশ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যেটির শিরোনাম হলো ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্তি: "জুলাই যোদ্ধা"
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
Created: 2 months ago
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
স্ক্যানার
ইনপুট ডিভাইস (Input Device)
যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য, ডেটা বা কমান্ড প্রবেশ করানো হয়, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device)
যে ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে তথ্য বা ডেটা গ্রহণ করা যায়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম–দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 1 month ago