কোনো একটি মৌলের মৌলিক ধর্ম নির্ভর করে- 

A

ভর সংখ্যার উপর 

B

পারমাণবিক ভরের উপর 

C

প্রকৃত আধান সংখ্যার উপর 

D

পারমাণবিক সংখ্যার উপর

উত্তরের বিবরণ

img

পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা। মৌলের সমস্ত মৌলিক ধর্ম মূলত এই পারমাণবিক সংখ্যার ওপর নির্ভরশীল। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ বিভিন্ন শক্তিস্তরে কক্ষপথে অবস্থান করে ঘুরতে থাকে। পারমাণবিক সংখ্যা সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়।

  • হাইড্রোজেন (H) পরমাণুর নিউক্লিয়াসে ১টি প্রোটন রয়েছে, তাই এর পারমাণবিক সংখ্যা

  • কার্বনের পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা , তাই এর পারমাণবিক সংখ্যা

ভর সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা। ইলেকট্রনের ভর প্রায় শূন্য ধরা হয়।

উদাহরণস্বরূপ, সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা ১১ এবং নিউট্রন সংখ্যা ১২। সুতরাং সোডিয়ামের ভর সংখ্যা ২৩

Unfavorite

0

Updated: 8 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD