What does “bee-loud glade” suggest?
A
Silence of death
B
Joy of city life
C
Busy activity of nature
D
Political protest
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতায় bee-loud glade” বোঝায় একটি মাঠ বা প্রান্তর যেখানে মৌমাছির গুঞ্জন শোনা যায়। এটি প্রকৃতির সক্রিয়তা, শ্রম এবং আনন্দের প্রতীক।
এখানে শান্তি মানে নিস্তব্ধতা নয়, বরং প্রকৃতির স্বাভাবিক কর্মচঞ্চলতা। মৌমাছির শব্দ শান্তির সঙ্গে এক ধরণের সুর মেলায়। Yeats এখানে প্রকৃতির জীবনবোধ ও সক্রিয়তাকে তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What sound device is used in “lake water lapping”?
Created: 1 month ago
A
Alliteration
B
Assonance
C
Onomatopoeia
D
Rhyme
“The Lake Isle of Innisfree” কবিতায় “lake water lapping”-এ Alliteration ব্যবহৃত হয়েছে, কারণ এখানে একাধিক শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি আছে। “l” ধ্বনির পুনরাবৃত্তি পানির ঢেউয়ের মৃদু শব্দকে শ্রুতিমধুর করেছে।
এটি প্রকৃতির ধ্বনি বাস্তব অনুভূতির মতো শোনায়। Yeats ইচ্ছাকৃতভাবে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন যাতে প্রকৃতির ছন্দ ও প্রশান্তি পাঠকের কানে প্রতিধ্বনিত হয়।
0
Updated: 1 month ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।
0
Updated: 1 month ago
What body part does Prufrock mention being pinned and wriggling under others’ eyes in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An insect
B
A fish
C
A mouse
D
A frog
Prufrock নিজেকে তুলনা করে এক ধরনের পতঙ্গের সাথে, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়। সে ভাবে, অন্যদের চোখের সামনে সে এমন এক পতঙ্গের মতো কুঁকড়ে থাকবে।
এই চিত্রকল্প আধুনিক মানুষের সামাজিক ভীতি ও অসহায়তাকে প্রকাশ করে। একটি পতঙ্গ যখন আটকে থাকে, তখন তার কোনো স্বাধীনতা থাকে না, কেবল সংগ্রাম করে।
Eliot এই ছবির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock কেমন করে সমাজের চোখের সামনে নিজেকে অসহায়, লজ্জিত এবং পরাধীন মনে করে। এটি তার আত্ম-সন্দেহের প্রতীক।
0
Updated: 1 month ago