What sound device is used in “lake water lapping”?
A
Alliteration
B
Assonance
C
Onomatopoeia
D
Rhyme
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতায় “lake water lapping”-এ Alliteration ব্যবহৃত হয়েছে, কারণ এখানে একাধিক শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি আছে। “l” ধ্বনির পুনরাবৃত্তি পানির ঢেউয়ের মৃদু শব্দকে শ্রুতিমধুর করেছে।
এটি প্রকৃতির ধ্বনি বাস্তব অনুভূতির মতো শোনায়। Yeats ইচ্ছাকৃতভাবে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন যাতে প্রকৃতির ছন্দ ও প্রশান্তি পাঠকের কানে প্রতিধ্বনিত হয়।
0
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What literary period does The Waste Land belong to?
Created: 2 months ago
A
Modernism
B
Romanticism
C
Victorianism
D
Renaissance
0
Updated: 2 months ago
What small, trivial question does Prufrock obsess over about his appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
The parting of his hair
B
The polish of his shoes
C
The size of his hands
D
The color of his coat
Prufrock–এর আত্মবিশ্বাস এতটাই ভেঙে পড়েছে যে সে ক্ষুদ্র বিষয় নিয়েও চিন্তিত হয়। সে ভাবে, লোকেরা হয়তো বলবে — “How his hair is growing thin!” আবার ভাবে, যদি সে তার চুল পেছনে আঁচড়ে রাখে, তাহলে কেমন দেখাবে?
এই ক্ষুদ্র উদ্বেগ আসলে তার বৃহৎ ভয়কে প্রকাশ করে। জীবনের বড় সিদ্ধান্তে সে ব্যর্থ হয়েছে, তাই ছোট ছোট বাহ্যিক বিষয়েও তার মনোযোগ আটকে থাকে।
Eliot দেখিয়েছেন কিভাবে আধুনিক মানুষ তুচ্ছ বাহ্যিকতা নিয়ে ব্যস্ত হয়ে আসল জীবনের প্রশ্ন এড়িয়ে যায়।
0
Updated: 1 month ago