What sound device is used in “lake water lapping”?
A
Alliteration
B
Assonance
C
Onomatopoeia
D
Rhyme
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতায় “lake water lapping”-এ Alliteration ব্যবহৃত হয়েছে, কারণ এখানে একাধিক শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি আছে। “l” ধ্বনির পুনরাবৃত্তি পানির ঢেউয়ের মৃদু শব্দকে শ্রুতিমধুর করেছে।
এটি প্রকৃতির ধ্বনি বাস্তব অনুভূতির মতো শোনায়। Yeats ইচ্ছাকৃতভাবে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন যাতে প্রকৃতির ছন্দ ও প্রশান্তি পাঠকের কানে প্রতিধ্বনিত হয়।

0
Updated: 9 hours ago
What type of chess imagery is used in the second section of the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Women’s sterile luxury
B
Soldiers’ battle strategy
C
Kings’ heroic moves
D
Children’s playful game
“A Game of Chess” অংশে একজন নারীর বিলাসবহুল সাজঘর বর্ণনা করা হয়েছে। সাজঘরটি জাঁকজমকপূর্ণ হলেও আবেগহীন। Chess এখানে প্রতীক হয়েছে সম্পর্কের কৌশল, যেখানে আবেগ নেই, আছে শুধু হিসাব। Eliot দেখিয়েছেন আধুনিক প্রেম কিভাবে ভোগবাদী ও প্রাণহীন হয়ে উঠেছে।

0
Updated: 12 hours ago
Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।

0
Updated: 1 week ago