What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What mythical figure is associated with the drowned Phoenician Sailor card in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Phlebas
B
Tiresias
C
Neptune
D
Tristan
Phlebas the Phoenician কবিতায় এক গুরুত্বপূর্ণ চরিত্র। সে ডুবে মারা যায়, আর তার মৃত্যু সময়ের চক্র আর মৃত্যুর অনিবার্যতা প্রকাশ করে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, সম্পদ ও ব্যবসার প্রতীক Phoenician Sailor–ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। তার মৃত্যু সমাজের আধ্যাত্মিক সংকটের প্রতিফলন।
0
Updated: 1 month ago
What message does the ending “Shantih” convey in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
A final call for destruction
B
A peace beyond human understanding
C
A reminder of endless war
D
A farewell to civilisation
Eliot "The Waste Land" কবিতা শেষ করেছেন “Shantih shantih shantih” দিয়ে। এটি উপনিষদের সমাপ্তি মন্ত্র। এর অর্থ — এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Waste Land ধ্বংস, হতাশা, মৃত্যুর কবিতা হলেও শেষে Eliot আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা দেখিয়েছেন। এটি এক প্রার্থনা ও সমাধি।
0
Updated: 1 month ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what does the phrase “peace comes dropping slow” signify?
Created: 1 month ago
A
Gradual and natural arrival of peace
B
Sudden silence of city
C
Noise turning into quiet
D
Sleep and dream
“peace comes dropping slow” লাইনটি বোঝায় যে শান্তি আসে ধীরে ধীরে, যেমন শিশিরবিন্দু ঝরে পড়ে। এখানে শান্তি হলো প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া, যা শহরের দ্রুতগতি জীবনের বিপরীত। Yeats বোঝাতে চেয়েছেন, Innisfree-এর পরিবেশে মানুষ আস্তে আস্তে ধ্যানমগ্ন হয়ে যায় এবং গভীর মানসিক প্রশান্তি খুঁজে পায়। এটি প্রকৃতির ধীর স্থায়ী প্রভাবকে প্রতীকায়িত করে।
0
Updated: 1 month ago