What type of imagery dominates the poem “The Lake Isle of Innisfree”?
A
Urban imagery
B
Natural imagery
C
Religious imagery
D
Political imagery
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে Natural imagery। Yeats লেকের পানি, মৌমাছির গুঞ্জন, কুঁড়েঘর, বীন রো, শিশির—এসব চিত্রকল্প ব্যবহার করে প্রকৃতির শান্ত পরিবেশ তৈরি করেছেন।
Natural imagery কবিতাটিকে ধ্যানমগ্ন ও প্রশান্তির অনুভূতি দেয়। শহুরে ব্যস্ততা ও প্রকৃতির শান্তির বৈপরীত্য বোঝাতে তিনি প্রকৃতির ছবি ব্যবহার করেছেন। এই ধরনের চিত্রকল্প পাঠককে বাস্তব অভিজ্ঞতার মতো প্রকৃতির ভেতর নিয়ে যায়।
0
Updated: 1 month ago
What historical bridge is mentioned in the “Unreal City” passage of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
London Bridge
B
Waterloo Bridge
C
Westminster Bridge
D
Tower Bridge
Eliot লিখেছেন, “London Bridge is falling down falling down falling down.” এটি একটি পুরোনো ইংরেজি নার্সারি রাইম থেকেও নেওয়া। এখানে সেতুটি আধুনিক সভ্যতার ভাঙন ও পতনের প্রতীক। London Bridge একসময় বাণিজ্য ও জীবনের কেন্দ্র ছিল, কিন্তু Eliot–এর চোখে তা এখন ভাঙছে, যেমন ভাঙছে মানুষের আধ্যাত্মিক শক্তি।
0
Updated: 1 month ago
What does the imagery of “half-deserted streets” convey in the poem "The Love Song of J. Alfred Prufrock”?
Created: 1 month ago
A
A peaceful and quiet city
B
A sense of loneliness and isolation
C
A thriving social environment
D
A literal description of the city
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “half-deserted streets” নগরের একাকীত্ব, বিষণ্ণতা এবং প্রুফ্রকের মানসিক নিঃসঙ্গতা প্রকাশ করে।
Eliot এই চিত্রকল্পের মাধ্যমে পাঠককে প্রুফ্রকের অন্তর্মুখী অবস্থার সঙ্গে পরিচয় করান, যেখানে সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন এবং অনিরাপদ মনে করে। এটি আধুনিক জীবনের নিঃসঙ্গতা এবং ব্যক্তিগত আত্ম-সন্দেহের প্রতীক।
1
Updated: 1 month ago
What body part does Prufrock mention being pinned and wriggling under others’ eyes in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An insect
B
A fish
C
A mouse
D
A frog
Prufrock নিজেকে তুলনা করে এক ধরনের পতঙ্গের সাথে, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়। সে ভাবে, অন্যদের চোখের সামনে সে এমন এক পতঙ্গের মতো কুঁকড়ে থাকবে।
এই চিত্রকল্প আধুনিক মানুষের সামাজিক ভীতি ও অসহায়তাকে প্রকাশ করে। একটি পতঙ্গ যখন আটকে থাকে, তখন তার কোনো স্বাধীনতা থাকে না, কেবল সংগ্রাম করে।
Eliot এই ছবির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock কেমন করে সমাজের চোখের সামনে নিজেকে অসহায়, লজ্জিত এবং পরাধীন মনে করে। এটি তার আত্ম-সন্দেহের প্রতীক।
0
Updated: 1 month ago