What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।

0
Updated: 9 hours ago
What does Prufrock imagine himself compared to, instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
An attendant lord
B
A wandering sailor
C
A retired soldier
D
A nameless prophet
Prufrock স্বীকার করে নেয় যে সে কখনও Hamlet নয়, বরং এক “attendant lord।” এই শব্দগুচ্ছ বোঝায় এক গৌণ চরিত্র, যার আসল নাটকে তেমন কোনো ভূমিকা নেই। সে কেবল পাশের একজন, যার কাজ হলো সামান্য পরামর্শ দেওয়া বা উপস্থিত থাকা। Eliot এর মাধ্যমে Prufrock দেখাতে চেয়েছেন, তার জীবন তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হয়।
সে ভাবে, তার কোনো নায়কোচিত গুরুত্ব নেই, এমনকি Hamlet–এর মতো দেরি করা নায়কের জায়গাতেও সে দাঁড়াতে পারে না। এভাবে তার আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়ে।

0
Updated: 1 week ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 9 hours ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।

0
Updated: 9 hours ago
Which sound of birds appears in “What the Thunder Said” of the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
The cocks crow
B
The eagle’s scream
C
The sparrow’s chirp
D
The raven’s call
"The Waste Land" -এ “What the Thunder Said” অংশে মোরগের ডাক এসেছে। মোরগ সাধারণত সকাল বা নতুন দিনের প্রতীক। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনা বোঝাতে। যদিও Waste Land হতাশাজনক, তবুও মোরগের ডাক আশা আনে।

0
Updated: 12 hours ago