What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।
0
Updated: 1 month ago
What eastern river is invoked near the end of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Yangtze
B
The Ganges
C
The Indus
D
The Mekong
The Waste Land এর শেষ অংশে গঙ্গার উল্লেখ এসেছে। Eliot উপনিষদ থেকে ধারণা নিয়ে গঙ্গাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক করেছেন। পশ্চিমা সমাজ যেখানে ধ্বংসে ভরা, পূর্বে এখনো ধর্মীয় শক্তি ও আধ্যাত্মিকতার আশা আছে। গঙ্গা তাই পবিত্রতার প্রতীক।
0
Updated: 1 month ago
Which part of the day is not directly mentioned in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 2 months ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
0
Updated: 2 months ago
"Which quality of W. B. Yeats is reflected in the poem The Lake Isle of Innisfree?"
Created: 1 month ago
A
His love for the Irish landscape
B
His dislike for poetry
C
His passion for politics
D
His scientific outlook
“The Lake Isle of Innisfree” কবিতাটি প্রতিফলিত করে Yeats-এর আয়ারল্যান্ডের প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। Sligo অঞ্চলের প্রকৃতি তার কাব্যে বিশেষভাবে এসেছে। Innisfree হলো প্রকৃতির শান্তি আর আয়ারল্যান্ডের সাংস্কৃতিক স্মৃতির প্রতীক।
0
Updated: 1 month ago