What is the rhyme scheme of the poem “The Lake Isle of Innisfree”?
A
ABAB
B
AABB
C
ABCB
D
Free verse
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতাটির ছন্দ বিন্যাস হলো ABAB rhyme scheme। অর্থাৎ প্রথম ও তৃতীয় লাইন মিলে যায়, এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন মিলিত হয়। Yeats এই ছন্দ ব্যবহার করেছেন যাতে কবিতার ধ্বনি প্রবাহ শান্ত ও সঙ্গীতধর্মী হয়।
প্রকৃতির বর্ণনা ও শান্তির আকাঙ্ক্ষা এই ছন্দের কারণে আরও ছন্দোময় হয়ে ওঠে। ABAB ছন্দ কবিতার ধ্যানমগ্ন গুণকে বাড়িয়ে দেয়, পাঠককে শান্তির অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। Yeats কেবল বিষয়বস্তু দিয়েই নয়, ছন্দ দিয়েও প্রকৃতির সুষমা ফুটিয়ে তুলেছেন।
0
Updated: 1 month ago
What poetic technique dominates “The Waste Land”?
Created: 1 month ago
A
Rhyme and meter
B
Pastoral description
C
Epic invocation
D
Allusion and fragmentation
Eliot "The Waste Land" কবিতায় অসংখ্য সাহিত্য, ধর্ম ও পুরাণের উদ্ধৃতি দিয়েছেন। এগুলো fragment আকারে এসেছে। এতে আধুনিক সভ্যতার ভাঙাচোরা অবস্থা প্রতিফলিত হয়েছে। Allusion এবং fragmentation–ই কবিতার মূল কৌশল।
0
Updated: 1 month ago
Which phrase indicates Prufrock’s awareness of aging in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“I grow old … I grow old …”
B
“I shall scream against the night”
C
“I will walk forever young”
D
“I remain unchanged in time”
Prufrock–এর সবচেয়ে তীব্র উদ্বেগ হলো বার্ধক্য। সে বারবার বলে, “I grow old … I grow old …”। এই লাইন আধুনিক মানুষের বয়স ও মৃত্যুভয়ের প্রতীক। সে জানে সময় কেটে যাচ্ছে, কিন্তু সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি।
বার্ধক্য তার জন্য কেবল শারীরিক দুর্বলতা নয়, বরং মানসিক ব্যর্থতারও প্রতীক।
Eliot এখানে জীবনের ক্ষণস্থায়িত্ব ও অক্ষমতার চিত্র তুলে ধরেছেন। এই স্বীকারোক্তি পাঠককে মনে করিয়ে দেয় যে সময় কাউকে ক্ষমা করে না।
0
Updated: 1 month ago
Which poetic form is used in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Free verse
B
Lyric poetry
C
Ballad
D
Epic
“The Lake Isle of Innisfree” কবিতা হলো একটি Lyric poem, যেখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি ও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। Lyric কাব্যের মূল বৈশিষ্ট্য হলো আবেগ ও ব্যক্তিগত অভিজ্ঞতা। Yeats তার নিঃসঙ্গতার আকাঙ্ক্ষা, প্রকৃতির শান্তি এবং আত্মশুদ্ধির চিন্তা lyrically প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago