"Which quality of W. B. Yeats is reflected in the poem The Lake Isle of Innisfree?"
A
His love for the Irish landscape
B
His dislike for poetry
C
His passion for politics
D
His scientific outlook
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতাটি প্রতিফলিত করে Yeats-এর আয়ারল্যান্ডের প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। Sligo অঞ্চলের প্রকৃতি তার কাব্যে বিশেষভাবে এসেছে। Innisfree হলো প্রকৃতির শান্তি আর আয়ারল্যান্ডের সাংস্কৃতিক স্মৃতির প্রতীক।
0
Updated: 1 month ago
What sound concludes the poem "The Waste Land" with spiritual hope?
Created: 1 month ago
A
“Shantih shantih shantih”
B
“Amen amen amen”
C
“Peace peace peace”
D
“Silence silence silence”
শেষ লাইনে তিনবার “Shantih” বলা হয়েছে। এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ শান্তি। Eliot এটি ব্যবহার করেছেন আধ্যাত্মিক আশার প্রতীক হিসেবে। যদিও Waste Land ধ্বংসে ভরা, শেষে শান্তির এই প্রার্থনা কবিতাকে পরিত্রাণের সম্ভাবনা দেয়। Eliot আধুনিক পশ্চিমের শূন্যতার বিপরীতে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞানের দিক দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What nursery rhyme concludes with London Bridge the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“London Bridge is falling”
B
“Ring a Ring o’ Roses”
C
“Jack and Jill”
D
“Humpty Dumpty”
“The Waste Land” কবিতায় Eliot শেষে শিশুতোষ গান এনেছেন — “London Bridge is falling down।” এখানে শহরের পতন বোঝানো হয়েছে। Nursery rhyme–এর নির্দোষ সুর আধুনিক সভ্যতার পতনের সাথে মিশে ভয়ানক হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।
1
Updated: 1 month ago