"Which quality of W. B. Yeats is reflected in the poem The Lake Isle of Innisfree?"
A
His love for the Irish landscape
B
His dislike for poetry
C
His passion for politics
D
His scientific outlook
উত্তরের বিবরণ
“The Lake Isle of Innisfree” কবিতাটি প্রতিফলিত করে Yeats-এর আয়ারল্যান্ডের প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। Sligo অঞ্চলের প্রকৃতি তার কাব্যে বিশেষভাবে এসেছে। Innisfree হলো প্রকৃতির শান্তি আর আয়ারল্যান্ডের সাংস্কৃতিক স্মৃতির প্রতীক।

0
Updated: 9 hours ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 9 hours ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।

0
Updated: 9 hours ago
Which character sings “O the moon shone bright on Mrs. Porter” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Australian soldiers
B
German students
C
Italian fishermen
D
English sailors
“The Fire Sermon” অংশে সৈনিকদের একটি গান উদ্ধৃত হয়েছে — “O the moon shone bright on Mrs. Porter.” Eliot এটি ব্যবহার করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের জীবনের ক্লান্তি, যৌনতা এবং কষ্ট বোঝাতে। গানটি হালকা মনে হলেও, আসলে সমাজের নৈতিক শূন্যতাকে প্রকাশ করে।

0
Updated: 1 week ago
What river is described as polluted with detritus of modern life in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
The Thames
B
The Rhine
C
The Seine
D
The Nile
“The Waste Land” কবিতায় Thames নদীকে Eliot দূষিত অবস্থায় বর্ণনা করেছেন। নদীর তীরে ফাঁকা বোতল, স্যান্ডউইচ কাগজ, সিগারেটের বাট পড়ে আছে। এটি আধুনিক জীবনের নৈতিক পতনের প্রতীক। নদী যেমন একসময় পবিত্র ছিল, এখন তা দূষিত। সমাজও তেমনি আধ্যাত্মিকভাবে দূষিত।

0
Updated: 12 hours ago