What message does the ending “Shantih” convey in the poem "The Waste Land"?
A
A final call for destruction
B
A peace beyond human understanding
C
A reminder of endless war
D
A farewell to civilisation
উত্তরের বিবরণ
Eliot "The Waste Land" কবিতা শেষ করেছেন “Shantih shantih shantih” দিয়ে। এটি উপনিষদের সমাপ্তি মন্ত্র। এর অর্থ — এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Waste Land ধ্বংস, হতাশা, মৃত্যুর কবিতা হলেও শেষে Eliot আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা দেখিয়েছেন। এটি এক প্রার্থনা ও সমাধি।

0
Updated: 9 hours ago
What marine image conveys Prufrock’s sense of alienation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“A pair of ragged claws scuttling across the floors of silent seas”
B
“A school of dolphins rising in silver waves”
C
“A golden fish swimming in clear water”
D
“A pearl hidden deep in the ocean”
Prufrock মনে করে, সে মানুষের মতো জীবন্ত নয়, বরং সমুদ্রের তলায় একা ঘুরে বেড়ানো একটি কাঁকড়ার মতো। কাঁকড়া সাধারণত পিছিয়ে যায়, সামনে এগোয় না। Eliot এই প্রতীক ব্যবহার করে Prufrock–এর পশ্চাৎপদতা, দ্বিধা এবং বিচ্ছিন্নতা বোঝাতে চেয়েছেন। এটি তার সামাজিক ব্যর্থতা এবং আত্ম–সন্দেহের প্রতিফলন।

0
Updated: 1 week ago
What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।

1
Updated: 1 week ago
What repeated question expresses Prufrock’s fear of action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“Do I dare?”
B
“Shall I sleep?”
C
“Can I wait?”
D
“Will I fall?”
Prufrock বারবার নিজেকে জিজ্ঞেস করে, “Do I dare?”। এই প্রশ্নে তার ভয়ের প্রকৃতি প্রকাশিত হয়। সে জীবনে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না, এমনকি প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করার সাহসও নেই।
তার মনে হয়, সামান্য পদক্ষেপ নিলেও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। Eliot এই প্রশ্নের পুনরাবৃত্তির মাধ্যমে দেখাতে চেয়েছেন আধুনিক মানুষের ভেতরের অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা।
কবিতায় প্রতিটি “Do I dare?” হলো জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সুযোগে ব্যর্থ হয়ে যাওয়া এক ধরনের অভ্যন্তরীণ কণ্ঠস্বর।

0
Updated: 1 week ago