What is the final effect of Eliot’s fragmented style in the poem "The Waste Land"?
A
Reflection of modern disintegration
B
Harmony of epic tradition
C
Celebration of rural beauty
D
Flow of romantic music
উত্তরের বিবরণ
Fragmented style "The Waste Land" কবিতার আসল শক্তি। Eliot বিভিন্ন ভাষা, উদ্ধৃতি, মিথ, চরিত্র একসাথে এনেছেন। এগুলো অসংলগ্ন মনে হলেও আধুনিক সভ্যতার ভাঙন প্রতিফলিত করে। ভাঙা বাস্তবকে ভাঙা স্টাইলেই প্রকাশ করেছেন।

0
Updated: 9 hours ago
What is the main theme of the “What the Thunder Said” section in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Spiritual renewal after desolation
B
Celebration of material wealth
C
Nostalgia for the past
D
Political revolution
“What the Thunder Said”–এ মূল প্রতীক হলো পুনর্জন্ম। বজ্রের শব্দ থেকে উপনিষদের শিক্ষা আসে — দান, দয়া ও নিয়ন্ত্রণ। Eliot দেখিয়েছেন, ধ্বংসের পরও আধ্যাত্মিক পুনর্জাগরণের সম্ভাবনা আছে। যদিও Waste Land হতাশাজনক, তবুও Thunder আধ্যাত্মিক পথের আশা আনে।

0
Updated: 12 hours ago
What phrase shows mechanical repetition in society in the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
“Hurry up please, it’s time”
B
“Once more into the breach”
C
“Never again shall we meet”
D
“Endless night forevermore”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে পাবের ভেতরে মহিলারা বারবার বলে — “Hurry up please it’s time.” এটি বার–বন্ধের সময়ের ঘোষণা। Eliot এটিকে প্রতীক করেছেন সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির। মানুষের জীবনে সময় কেবল মেকানিকাল নিয়মে চলে, আবেগ নেই।

0
Updated: 10 hours ago
What phrase from the Upanishads does the thunder first speak in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
“Datta”
B
“Dayadhvam”
C
“Damyata”
D
“Shantih”
Thunder–এর প্রথম শিক্ষা হলো Datta — অর্থাৎ “Give” বা দান করা। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক মানুষের স্বার্থপরতার বিপরীতে। সমাজে ভোগবাদ বেড়েছে, কিন্তু ত্যাগ ও দান নেই। Eliot দেখাতে চেয়েছেন, মানুষের মুক্তি পেতে হলে প্রথমে দিতে শিখতে হবে।

0
Updated: 12 hours ago