What emotion dominates the entire poem "The Waste Land"?
A
Despair with glimpses of hope
B
Joy with endless celebration
C
Rage with revolution
D
Calm with detachment
উত্তরের বিবরণ
Waste Land পুরোটা জুড়ে হতাশায় ভরা কবিতা। যুদ্ধোত্তর ধ্বংস, সম্পর্কের ভাঙন, আধ্যাত্মিক শূন্যতা কবিতার প্রতিটি অংশে আছে। তবে শেষের দিকে উপনিষদের শিক্ষা ও “Shantih” শব্দ আশা জাগায়। Eliot হতাশার সাথে সাথে মুক্তির সম্ভাবনাও দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
Which poem is known for its fragmentation and allusions?
Created: 3 months ago
A
The Waste Land
B
My Last Duchess
C
The Rime of the Ancient Mariner
D
Ode to a Nightingale
0
Updated: 3 months ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।
0
Updated: 1 month ago
Which poet is known for “The Waste Land”?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 3 months ago