What emotion dominates the entire poem "The Waste Land"?
A
Despair with glimpses of hope
B
Joy with endless celebration
C
Rage with revolution
D
Calm with detachment
উত্তরের বিবরণ
Waste Land পুরোটা জুড়ে হতাশায় ভরা কবিতা। যুদ্ধোত্তর ধ্বংস, সম্পর্কের ভাঙন, আধ্যাত্মিক শূন্যতা কবিতার প্রতিটি অংশে আছে। তবে শেষের দিকে উপনিষদের শিক্ষা ও “Shantih” শব্দ আশা জাগায়। Eliot হতাশার সাথে সাথে মুক্তির সম্ভাবনাও দেখিয়েছেন।

0
Updated: 9 hours ago
What sound concludes the poem "The Waste Land" with spiritual hope?
Created: 2 days ago
A
“Shantih shantih shantih”
B
“Amen amen amen”
C
“Peace peace peace”
D
“Silence silence silence”
শেষ লাইনে তিনবার “Shantih” বলা হয়েছে। এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ শান্তি। Eliot এটি ব্যবহার করেছেন আধ্যাত্মিক আশার প্রতীক হিসেবে। যদিও Waste Land ধ্বংসে ভরা, শেষে শান্তির এই প্রার্থনা কবিতাকে পরিত্রাণের সম্ভাবনা দেয়। Eliot আধুনিক পশ্চিমের শূন্যতার বিপরীতে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞানের দিক দেখিয়েছেন।

0
Updated: 2 days ago
Which poem is known for its fragmentation and allusions?
Created: 1 month ago
A
The Waste Land
B
My Last Duchess
C
The Rime of the Ancient Mariner
D
Ode to a Nightingale

0
Updated: 1 month ago
What phrase suggests Prufrock’s drowning in reality at the poem’s end in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“Till human voices wake us, and we drown”
B
“Till the morning bells ring, and we rise”
C
“Till the stars fall, and we dream”
D
“Till the silence speaks, and we rest”
শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে। মানবকণ্ঠ তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot দেখিয়েছেন, মানুষ স্বপ্ন দেখতে চায়, কিন্তু সমাজের কণ্ঠস্বর তাকে আটকে দেয়। বাস্তব জীবনের শূন্যতা আর হতাশা Prufrock–এর জন্য ডুবে যাওয়ার মতো ভয়াবহ হয়ে ওঠে।

1
Updated: 1 week ago