What religious practice contrasts with modern emptiness in the poem "The Waste Land"?
A
Hindu Upanishads chanting
B
Roman gladiator games
C
Pagan fertility dances
D
Norse rituals
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Eliot উপনিষদ থেকে “Datta, Dayadhvam, Damyata” ও “Shantih” এনেছেন। এগুলো আধ্যাত্মিক শক্তির প্রতীক। আধুনিক শূন্যতার বিপরীতে এগুলো আশা জাগায়। Eliot প্রাচ্যের আধ্যাত্মিকতা দিয়ে পশ্চিমের পতনের সমাধান খুঁজেছেন।
0
Updated: 1 month ago
Which poet is known for “The Waste Land”?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 2 months ago
In T.S. Eliot’s poem The Waste Land, what does the phrase “Unreal City” symbolise?
Created: 1 month ago
A
A literal city
B
A perfect society
C
London, representing modern urban alienation
D
A place of spiritual fulfillment
The Waste Land কবিতায়, “Unreal City” লন্ডনকে নির্দেশ করে, যেখানে মানুষদের জীবন নিস্পৃহ, বিচ্ছিন্ন এবং অস্থির। Eliot নগরায়ণ, আধুনিক জীবন এবং অস্থিরতার মাধ্যমে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতার প্রতিফলন করেছেন। এটি শহরের ভীড় এবং মানুষের অভ্যন্তরীণ শূন্যতার প্রতীক।
0
Updated: 1 month ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago