What religious practice contrasts with modern emptiness in the poem "The Waste Land"?
A
Hindu Upanishads chanting
B
Roman gladiator games
C
Pagan fertility dances
D
Norse rituals
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Eliot উপনিষদ থেকে “Datta, Dayadhvam, Damyata” ও “Shantih” এনেছেন। এগুলো আধ্যাত্মিক শক্তির প্রতীক। আধুনিক শূন্যতার বিপরীতে এগুলো আশা জাগায়। Eliot প্রাচ্যের আধ্যাত্মিকতা দিয়ে পশ্চিমের পতনের সমাধান খুঁজেছেন।

0
Updated: 9 hours ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 1 week ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

1
Updated: 1 week ago
What is the third command of the thunder in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Damyata
B
Dayadhvam
C
Moksha
D
Dharma
"The Waste Land" কবিতায় তৃতীয় শিক্ষা হলো Damyata — অর্থাৎ আত্মসংযম। Eliot আধুনিক মানুষের ভোগবাদ ও আসক্তির বিপরীতে নিয়ন্ত্রণের শিক্ষা দেন। এটি উপনিষদের আধ্যাত্মিক জ্ঞানের অংশ, যা মানুষের অন্তরের শান্তি আনে।

0
Updated: 12 hours ago
What ancient religion influences Eliot’s view of fire and desire in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Buddhism
B
Hinduism
C
Judaism
D
Islam
"The Waste Land" কবিতায় Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রাণিত। সেখানে বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot আধুনিক যৌনতা ও ভোগবাদকে সেই আগুনের প্রতীক করেছেন। Buddhist শিক্ষা তাকে আধ্যাত্মিক বিকল্প দিয়েছে।

0
Updated: 12 hours ago