What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।
0
Updated: 1 month ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 3 months ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad
0
Updated: 3 months ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"
Created: 1 month ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What small, trivial question does Prufrock obsess over about his appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
The parting of his hair
B
The polish of his shoes
C
The size of his hands
D
The color of his coat
Prufrock–এর আত্মবিশ্বাস এতটাই ভেঙে পড়েছে যে সে ক্ষুদ্র বিষয় নিয়েও চিন্তিত হয়। সে ভাবে, লোকেরা হয়তো বলবে — “How his hair is growing thin!” আবার ভাবে, যদি সে তার চুল পেছনে আঁচড়ে রাখে, তাহলে কেমন দেখাবে?
এই ক্ষুদ্র উদ্বেগ আসলে তার বৃহৎ ভয়কে প্রকাশ করে। জীবনের বড় সিদ্ধান্তে সে ব্যর্থ হয়েছে, তাই ছোট ছোট বাহ্যিক বিষয়েও তার মনোযোগ আটকে থাকে।
Eliot দেখিয়েছেন কিভাবে আধুনিক মানুষ তুচ্ছ বাহ্যিকতা নিয়ে ব্যস্ত হয়ে আসল জীবনের প্রশ্ন এড়িয়ে যায়।
0
Updated: 1 month ago