What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।

0
Updated: 9 hours ago
Who wrote The Waste Land?
Created: 1 month ago
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
Samuel Beckett
D
Arthur Miller

0
Updated: 1 month ago
Which season does the poem "The Waste Land" famously begin with?
Created: 2 days ago
A
April
B
December
C
June
D
October
কবিতার প্রথম লাইন হলো — “April is the cruellest month.” Eliot ইচ্ছাকৃতভাবে প্রচলিত ধারণার উল্টো বলেছেন। সাধারণত এপ্রিলকে বসন্তের মাস হিসেবে আনন্দময় মনে করা হয়, কিন্তু Eliot–এর কাছে এপ্রিল নিষ্ঠুর।
কারণ শীতের মতো নিস্তেজ সময় মানুষকে অনুভূতিহীন করে রাখে, কিন্তু বসন্ত মানুষকে আবার স্মৃতি, আশা আর যন্ত্রণার দিকে ঠেলে দেয়। এই লাইন পুরো কবিতার মুড সেট করে দেয়।
Eliot দেখিয়েছেন আধুনিক জীবনের হতাশা, ভাঙাচোরা আবেগ এবং মৃত্যু–পরবর্তী পুনর্জন্মের বেদনা।

0
Updated: 2 days ago
What language is used in the closing prayer of the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
Hebrew
B
Greek
C
Sanskrit
D
Latin
"The Waste Land" কবিতার শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি সংস্কৃত ভাষায়। উপনিষদ থেকে নেওয়া এই শব্দ শান্তির প্রার্থনা। Eliot পশ্চিমের পতনের বিপরীতে পূর্বের আধ্যাত্মিক জ্ঞান ব্যবহার করেছেন।

0
Updated: 10 hours ago