What figure is described with “pearls that were his eyes” in the poem "The Waste Land"?
A
Drowned sailor
B
Fisher King
C
Eugenides
D
Tiresias
উত্তরের বিবরণ
“Those are pearls that were his eyes” লাইনটি The Tempest থেকে উদ্ধৃত, যা ডুবে যাওয়া নাবিককে বোঝায়। Eliot এটি "The Waste Land" কবিতায় ব্যবহার করেছেন মৃত্যু ও রূপান্তরের প্রতীক হিসেবে। মৃত শরীর সৌন্দর্যে রূপ নেয়, কিন্তু জীবনের অনুপস্থিতি ভয়াবহ থাকে।

0
Updated: 9 hours ago
Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 1 week ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।

3
Updated: 1 week ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 9 hours ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।

0
Updated: 9 hours ago