What poetic technique dominates “The Waste Land”?
A
Rhyme and meter
B
Pastoral description
C
Epic invocation
D
Allusion and fragmentation
উত্তরের বিবরণ
Eliot "The Waste Land" কবিতায় অসংখ্য সাহিত্য, ধর্ম ও পুরাণের উদ্ধৃতি দিয়েছেন। এগুলো fragment আকারে এসেছে। এতে আধুনিক সভ্যতার ভাঙাচোরা অবস্থা প্রতিফলিত হয়েছে। Allusion এবং fragmentation–ই কবিতার মূল কৌশল।

0
Updated: 9 hours ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।

0
Updated: 1 week ago
Which mythical blind prophet unifies the poem "The Waste Land"’s episodes?
Created: 10 hours ago
A
Tiresias
B
Teiresias
C
Oedipus
D
Calchas
Tiresias–কেই Eliot Waste Land–এর কেন্দ্রে রেখেছেন। সে অন্ধ হলেও সব দেখতে পায়। পুরুষ ও নারীর অভিজ্ঞতার মধ্য দিয়ে সে আধুনিক জীবনের পতন বোঝে। তার চরিত্র বিভিন্ন দৃশ্যকে একসূত্রে বাঁধে।

0
Updated: 10 hours ago
Which phrase indicates Prufrock’s awareness of aging in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“I grow old … I grow old …”
B
“I shall scream against the night”
C
“I will walk forever young”
D
“I remain unchanged in time”
Prufrock–এর সবচেয়ে তীব্র উদ্বেগ হলো বার্ধক্য। সে বারবার বলে, “I grow old … I grow old …”। এই লাইন আধুনিক মানুষের বয়স ও মৃত্যুভয়ের প্রতীক। সে জানে সময় কেটে যাচ্ছে, কিন্তু সে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেনি।
বার্ধক্য তার জন্য কেবল শারীরিক দুর্বলতা নয়, বরং মানসিক ব্যর্থতারও প্রতীক।
Eliot এখানে জীবনের ক্ষণস্থায়িত্ব ও অক্ষমতার চিত্র তুলে ধরেছেন। এই স্বীকারোক্তি পাঠককে মনে করিয়ে দেয় যে সময় কাউকে ক্ষমা করে না।

0
Updated: 1 week ago