What nursery rhyme concludes with London Bridge the poem "The Waste Land"?
A
“London Bridge is falling”
B
“Ring a Ring o’ Roses”
C
“Jack and Jill”
D
“Humpty Dumpty”
উত্তরের বিবরণ
“The Waste Land” কবিতায় Eliot শেষে শিশুতোষ গান এনেছেন — “London Bridge is falling down।” এখানে শহরের পতন বোঝানো হয়েছে। Nursery rhyme–এর নির্দোষ সুর আধুনিক সভ্যতার পতনের সাথে মিশে ভয়ানক হয়ে ওঠে।

0
Updated: 9 hours ago
What type of chess imagery is used in the second section of the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Women’s sterile luxury
B
Soldiers’ battle strategy
C
Kings’ heroic moves
D
Children’s playful game
“A Game of Chess” অংশে একজন নারীর বিলাসবহুল সাজঘর বর্ণনা করা হয়েছে। সাজঘরটি জাঁকজমকপূর্ণ হলেও আবেগহীন। Chess এখানে প্রতীক হয়েছে সম্পর্কের কৌশল, যেখানে আবেগ নেই, আছে শুধু হিসাব। Eliot দেখিয়েছেন আধুনিক প্রেম কিভাবে ভোগবাদী ও প্রাণহীন হয়ে উঠেছে।

0
Updated: 12 hours ago
What religious practice contrasts with modern emptiness in the poem "The Waste Land"?
Created: 9 hours ago
A
Hindu Upanishads chanting
B
Roman gladiator games
C
Pagan fertility dances
D
Norse rituals
"The Waste Land" কবিতায় Eliot উপনিষদ থেকে “Datta, Dayadhvam, Damyata” ও “Shantih” এনেছেন। এগুলো আধ্যাত্মিক শক্তির প্রতীক। আধুনিক শূন্যতার বিপরীতে এগুলো আশা জাগায়। Eliot প্রাচ্যের আধ্যাত্মিকতা দিয়ে পশ্চিমের পতনের সমাধান খুঁজেছেন।

0
Updated: 9 hours ago
What weather condition mixes memory and desire in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
Spring rain
B
Autumn wind
C
Winter snow
D
Summer storm
Eliot লিখেছেন, “Mixing memory and desire, stirring dull roots with spring rain.” এখানে বৃষ্টির চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসন্তের বৃষ্টি মৃত শিকড়কে জাগিয়ে তোলে, কিন্তু সেই জাগরণ আনন্দ আনে না; বরং পুরোনো স্মৃতি ও দমিয়ে রাখা আকাঙ্ক্ষাকে ফিরিয়ে আনে।
Eliot–এর চোখে বসন্ত হলো যন্ত্রণার সময়। প্রকৃতির নবজাগরণ মানুষের ভেতরের ব্যর্থতা আর হতাশাকে আবার মনে করিয়ে দেয়। ফলে বৃষ্টি হয়ে ওঠে মিশ্র অনুভূতির প্রতীক।

0
Updated: 2 days ago