What is repeated thrice at the end as a benediction in the poem "The Waste Land"?
A
Shantih
B
Amen
C
Peace
D
Silence
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় শেষে তিনবার এসেছে “Shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ শান্তি। Eliot কবিতার হতাশার মাঝেও আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা দেখিয়েছেন। তিনবার উচ্চারণ মানে পূর্ণতা।
0
Updated: 1 month ago
What is the rhyme scheme of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
ABAB
B
AABB
C
ABCB
D
Free verse
“The Lake Isle of Innisfree” কবিতাটির ছন্দ বিন্যাস হলো ABAB rhyme scheme। অর্থাৎ প্রথম ও তৃতীয় লাইন মিলে যায়, এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন মিলিত হয়। Yeats এই ছন্দ ব্যবহার করেছেন যাতে কবিতার ধ্বনি প্রবাহ শান্ত ও সঙ্গীতধর্মী হয়।
প্রকৃতির বর্ণনা ও শান্তির আকাঙ্ক্ষা এই ছন্দের কারণে আরও ছন্দোময় হয়ে ওঠে। ABAB ছন্দ কবিতার ধ্যানমগ্ন গুণকে বাড়িয়ে দেয়, পাঠককে শান্তির অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। Yeats কেবল বিষয়বস্তু দিয়েই নয়, ছন্দ দিয়েও প্রকৃতির সুষমা ফুটিয়ে তুলেছেন।
0
Updated: 1 month ago
What is the significance of literary allusions in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
To decorate the poem with historical names
B
To connect modern despair with classical and literary traditions
C
To make the poem harder to read
D
To describe geographic locations
The Waste Land এর মধ্যে Eliot বিভিন্ন পুরাণ, ধর্মীয়, এবং সাহিত্যের আখ্যায়িকা ব্যবহার করেছেন। এটি আধুনিক দুঃখ এবং হতাশাকে অতীতের সাহিত্যের এবং ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে। Literary allusions পাঠককে অতীত এবং বর্তমানের মধ্যে সম্পর্ক উপলব্ধি করাতে সাহায্য করে।
0
Updated: 1 month ago
What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।
0
Updated: 1 month ago