What is repeated thrice at the end as a benediction in the poem "The Waste Land"?
A
Shantih
B
Amen
C
Peace
D
Silence
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় শেষে তিনবার এসেছে “Shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ শান্তি। Eliot কবিতার হতাশার মাঝেও আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা দেখিয়েছেন। তিনবার উচ্চারণ মানে পূর্ণতা।

0
Updated: 10 hours ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।

0
Updated: 1 week ago
What mythical figure is associated with the drowned Phoenician Sailor card in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
Phlebas
B
Tiresias
C
Neptune
D
Tristan
Phlebas the Phoenician কবিতায় এক গুরুত্বপূর্ণ চরিত্র। সে ডুবে মারা যায়, আর তার মৃত্যু সময়ের চক্র আর মৃত্যুর অনিবার্যতা প্রকাশ করে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, সম্পদ ও ব্যবসার প্রতীক Phoenician Sailor–ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। তার মৃত্যু সমাজের আধ্যাত্মিক সংকটের প্রতিফলন।

0
Updated: 2 days ago
What is the role of Tiresias in observing the typist’s scene in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Witness of both genders’ experience
B
Judge of moral righteousness
C
Narrator of historical truth
D
Prophet of divine punishment
Tiresias–কে Eliot বলেছেন কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে একইসাথে পুরুষ ও নারীর অভিজ্ঞতা লাভ করেছে। তাই typist আর কেরানির যৌন সম্পর্ক দেখার ক্ষেত্রে সে উভয়ের অনুভূতি বুঝতে পারে।
Eliot Tiresias–এর মাধ্যমে আধুনিক যৌনতার শূন্যতা, আবেগহীনতা ও যান্ত্রিকতাকে তুলে ধরেছেন। Tiresias কেবল দর্শক নয়, বরং অভিজ্ঞতার সাক্ষী, যে সমাজের পতন স্পষ্টভাবে অনুভব করে।

0
Updated: 12 hours ago