What phrase represents the desert landscape in the last section of the poem "The Waste Land"?
A
“Golden rivers of flowing peace”
B
“Endless spring of joy and love”
C
“Dry sterile thunder without rain”
D
“Bright flowers across the plain”
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় “What the Thunder Said”–এ Eliot লিখেছেন — “Dry sterile thunder without rain।” এখানে বজ্র আছে কিন্তু বৃষ্টি নেই। এটি প্রতীকীভাবে দেখায়, শব্দ আছে কিন্তু মুক্তি নেই। আধুনিক সমাজে আশা আছে, কিন্তু ফল নেই।
0
Updated: 1 month ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
“In T.S. Eliot’s poem The Waste Land, which character or voice narrates the entire poem?”
Created: 1 month ago
A
A single omniscient narrator
B
A first-person romantic lover
C
Multiple voices including mythological, literary, and modern figures
D
A prophetic figure only
The Waste Land একাধিক কণ্ঠস্বরের সমন্বয়। Eliot গ্রিক পুরাণের Tiresias, পৌরাণিক চিত্র এবং আধুনিক শহরের দৃষ্টিকোণ ব্যবহার করেছেন। বিভিন্ন কণ্ঠস্বর মিলিত হয়ে আধুনিক বিশ্বের বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং মানব অস্তিত্বের জটিলতা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What sound is associated with dryness in The Waste Land?
Created: 1 month ago
A
The rattle of dry bones
B
The whisper of dead leaves
C
The silence of broken stones
D
The cry of thirsty birds
"The Waste Land" কবিতায় শুকনো হাড়ের ঝনঝন শব্দ Eliot–এর Waste Land–এ শূন্যতা ও মৃত্যুর প্রতীক। এই শব্দ জীবনহীনতার প্রতিচ্ছবি। মানুষ যেন আত্মাহীন হয়ে হাড়ের মতো দাঁড়িয়ে আছে। Eliot এর মাধ্যমে আধ্যাত্মিক শূন্যতা প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago