What phrase represents the desert landscape in the last section of the poem "The Waste Land"?
A
“Golden rivers of flowing peace”
B
“Endless spring of joy and love”
C
“Dry sterile thunder without rain”
D
“Bright flowers across the plain”
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় “What the Thunder Said”–এ Eliot লিখেছেন — “Dry sterile thunder without rain।” এখানে বজ্র আছে কিন্তু বৃষ্টি নেই। এটি প্রতীকীভাবে দেখায়, শব্দ আছে কিন্তু মুক্তি নেই। আধুনিক সমাজে আশা আছে, কিন্তু ফল নেই।

0
Updated: 9 hours ago
What does Prufrock imagine himself compared to, instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
An attendant lord
B
A wandering sailor
C
A retired soldier
D
A nameless prophet
Prufrock স্বীকার করে নেয় যে সে কখনও Hamlet নয়, বরং এক “attendant lord।” এই শব্দগুচ্ছ বোঝায় এক গৌণ চরিত্র, যার আসল নাটকে তেমন কোনো ভূমিকা নেই। সে কেবল পাশের একজন, যার কাজ হলো সামান্য পরামর্শ দেওয়া বা উপস্থিত থাকা। Eliot এর মাধ্যমে Prufrock দেখাতে চেয়েছেন, তার জীবন তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হয়।
সে ভাবে, তার কোনো নায়কোচিত গুরুত্ব নেই, এমনকি Hamlet–এর মতো দেরি করা নায়কের জায়গাতেও সে দাঁড়াতে পারে না। এভাবে তার আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়ে।

0
Updated: 1 week ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।

1
Updated: 1 week ago