In T. S. Eliot’s poem The Waste Land, what drowned sailor’s fate warns readers of mortality?
A
Phlebas
B
Hamlet
C
Eugenides
D
Tiresias
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Phlebas the Phoenician ডুবে মারা যায়। তার মৃত্যু দেখায় যে ধন, যৌবন, ব্যবসা কোনো কিছুই মৃত্যুকে আটকাতে পারে না। Eliot পাঠকদের সতর্ক করেছেন যে সবাইকেই এই ভাগ্যের মুখোমুখি হতে হবে।

0
Updated: 9 hours ago
What European city is described as spiritually barren like the desert in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
London
B
Paris
C
Rome
D
Berlin
কবিতায় Eliot লন্ডনকে Waste Land–এর প্রতীক করেছেন। যুদ্ধোত্তর লন্ডন তার চোখে প্রাণহীন, মরুভূমির মতো। মানুষ রাস্তায় হাঁটে, কিন্তু তারা মৃতদের মতো। শহরটি সভ্যতার শূন্যতা ও আধ্যাত্মিক সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

0
Updated: 12 hours ago
What river is described as polluted with detritus of modern life in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
The Thames
B
The Rhine
C
The Seine
D
The Nile
“The Waste Land” কবিতায় Thames নদীকে Eliot দূষিত অবস্থায় বর্ণনা করেছেন। নদীর তীরে ফাঁকা বোতল, স্যান্ডউইচ কাগজ, সিগারেটের বাট পড়ে আছে। এটি আধুনিক জীবনের নৈতিক পতনের প্রতীক। নদী যেমন একসময় পবিত্র ছিল, এখন তা দূষিত। সমাজও তেমনি আধ্যাত্মিকভাবে দূষিত।

0
Updated: 12 hours ago
What eastern river is invoked near the end of the poem "The Waste Land"?
Created: 10 hours ago
A
The Yangtze
B
The Ganges
C
The Indus
D
The Mekong
The Waste Land এর শেষ অংশে গঙ্গার উল্লেখ এসেছে। Eliot উপনিষদ থেকে ধারণা নিয়ে গঙ্গাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক করেছেন। পশ্চিমা সমাজ যেখানে ধ্বংসে ভরা, পূর্বে এখনো ধর্মীয় শক্তি ও আধ্যাত্মিকতার আশা আছে। গঙ্গা তাই পবিত্রতার প্রতীক।

0
Updated: 10 hours ago