What symbolic element is most absent in The Waste Land?
A
Air
B
Water
C
Fire
D
Earth
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় পুরো Waste Land–এর সবচেয়ে বড় সংকট হলো পানি। পানি উর্বরতা আর জীবনের প্রতীক। এর অভাবে জমি শুকিয়ে গেছে, মানুষ মরুভূমির মতো বাঁচছে। Eliot পানি দিয়ে আধ্যাত্মিক শূন্যতাকে প্রতীক করেছেন।

0
Updated: 9 hours ago
What German expression begins the poem "The Waste Land"’s second speaker?
Created: 10 hours ago
A
“Guten Morgen”
B
“Bin gar keine Russin”
C
“Ich liebe dich”
D
“Nein, mein Herr”
"The Waste Land" কবিতায় Marie নিজের পরিচয় দিতে গিয়ে বলে — “Bin gar keine Russin, stamm’ aus Litauen, echt deutsch.” এর মাধ্যমে Eliot দেখিয়েছেন ইউরোপের বহুভাষিকতা আর বিভক্তি। আধুনিকতার জটিলতাকে ফুটিয়ে তুলতে তিনি ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন।

0
Updated: 10 hours ago
Which famous literary work influences the epigraph of Prufrock in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Dante’s Inferno
B
Homer’s Iliad
C
Virgil’s Aeneid
D
Milton’s Paradise Lost
Prufrock–এর শুরুতে একটি epigraph আছে, যা নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নামের একটি চরিত্র নরকে আটকে থেকে স্বীকার করে যে সে কেবল তখনই তার গোপন কথা বলছে কারণ কেউ নরক থেকে ফিরে জীবিত পৃথিবীতে এই কথা জানাবে না।
Eliot এই উদ্ধৃতি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে Prufrock–এর কণ্ঠস্বরও এক ধরনের গোপন স্বীকারোক্তি, যা সে সমাজের সামনে বলতে পারে না। Dante–র এই প্রভাব কবিতাকে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক প্রেক্ষাপটে নিয়ে গেছে। Eliot দেখাতে চেয়েছেন যে Prufrock–এর স্বীকারোক্তিও ততটাই ব্যক্তিগত এবং শূন্যে আটকে থাকা কণ্ঠস্বর, যা কেউ শোনে না।

0
Updated: 1 week ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।

1
Updated: 1 week ago