What symbolic element is most absent in The Waste Land?
A
Air
B
Water
C
Fire
D
Earth
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় পুরো Waste Land–এর সবচেয়ে বড় সংকট হলো পানি। পানি উর্বরতা আর জীবনের প্রতীক। এর অভাবে জমি শুকিয়ে গেছে, মানুষ মরুভূমির মতো বাঁচছে। Eliot পানি দিয়ে আধ্যাত্মিক শূন্যতাকে প্রতীক করেছেন।
0
Updated: 1 month ago
What time-related metaphor does Prufrock use to express delay in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“There will be time”
B
“The night never ends”
C
“Tomorrow fades away”
D
“Time is frozen still”
Prufrock বারবার বলে, “There will be time.” এই লাইন তার দেরি করার মানসিকতা প্রকাশ করে। সে নিজেকে বোঝাতে চায় যে এখন না হলেও পরে কাজ করা যাবে, ভালোবাসার কথা বলা যাবে। কিন্তু এই দেরি তাকে আরও নিষ্ক্রিয় করে তোলে।
Eliot এখানে মানুষের procrastination বা কালক্ষেপণকে তুলে ধরেছেন। আধুনিক সমাজে মানুষ কাজ না করে সবসময় ভাবতে থাকে — “সময় তো আছে।” কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়। Prufrock–এর জীবন এভাবেই অচল হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What is the significance of the repeated water imagery in the poem The Waste Land?
Created: 1 month ago
A
It represents life, fertility, and spiritual rejuvenation
B
It only describes geographical landscapes
C
It emphasises urban decay
D
It symbolises material wealth
The Waste Land কবিতায় জলকে জীবনের পুনর্জাগরণ এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে, এখানে জল কখনও অনুপস্থিত বা দূষিত থাকে, যা মানব সভ্যতার ক্ষয় এবং মানসিক শূন্যতার দিকে ইঙ্গিত করে।
Eliot এই জলচিত্র ব্যবহার করে মানসিক, আধ্যাত্মিক এবং প্রাকৃতিক পুনর্জীবনের ধারণা প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
Which figure of speech is evident in the line “I have measured out my life with coffee spoons”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Alliteration
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “I have measured out my life with coffee spoons” একটি রূপক (Metaphor)। এখানে প্রুফ্রকের জীবনের ক্ষুদ্র এবং একঘেয়ে কাজগুলোকে কফির চামচ দিয়ে পরিমাপের সঙ্গে তুলনা করা হয়েছে।
এটি প্রুফ্রকের জীবনের ছোটখাটো, অর্থহীন এবং নীরসতার প্রতিফলন, যা তার সামাজিক এবং ব্যক্তিগত অভাব ও হতাশাকে প্রকাশ করে।
0
Updated: 1 month ago