What phrase refers to the sexual emptiness of the typist’s life in the poem "The Waste Land"?
A
“The young man carbuncular”
B
“The noble knight”
C
“The holy prophet”
D
“The tired pilgrim”
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Typist–এর কাছে আসে এক তরুণ, যাকে বলা হয়েছে “young man carbuncular।” সে একেবারে কদর্য ও কামুক। তার সাথে সম্পর্ক যান্ত্রিক, আবেগহীন। Eliot এই চরিত্র দিয়ে আধুনিক যৌনতার হতাশা ও ভোগবাদী দিক প্রকাশ করেছেন।

0
Updated: 10 hours ago
What figure says “London Bridge is falling” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
A nursery rhyme singer
B
A prophet
C
A sailor
D
A monk
“London Bridge is falling down” আসলে একটি শিশুতোষ গান থেকে নেওয়া। Eliot এটি ব্যবহার করেছেন প্রতীকীভাবে। শহরের ভিত্তি ভেঙে পড়ছে, যেমন ভেঙে পড়ছে আধুনিক সভ্যতার আধ্যাত্মিক ভিত্তি। Nursery rhyme–এর সরল সুর আধুনিক সমাজের পতনকে আরও ভৌতিক করে তোলে।

1
Updated: 1 week ago
What fruit does Prufrock mention while reflecting on aging in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 days ago
A
Apple
B
Peach
C
Orange
D
Fig
Prufrock ভাবে, “Do I dare to eat a peach?” এই প্রশ্ন আসলে তার বার্ধক্য আর শারীরিক দুর্বলতার প্রতীক। পিচ ফল খেতে গেলে রস ঝরে পড়ে, দাঁত মজবুত না থাকলে খাওয়া কঠিন হয়। তাই সে ভাবে, তার বয়স হয়েছে,
সে কি এখনো পিচ খাওয়ার মতো সাহস রাখে? Eliot এখানে aging–এর ভয় এবং জীবনের ভঙ্গুরতা দেখাতে চেয়েছেন। সাধারণ একটি ফলের মাধ্যমে বার্ধক্যের সীমাবদ্ধতা প্রকাশ করা হয়েছে।

0
Updated: 2 days ago
What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।

0
Updated: 1 week ago