Which queen appears in relation to Cleopatra-like imagery in the poem "The Waste Land"?
A
Dido
B
Elizabeth
C
Victoria
D
Helen
উত্তরের বিবরণ
Eliot Dido–র উল্লেখ করেছেন, যিনি Aeneas–এর দ্বারা প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন। Cleopatra–র মতো বিলাসিতা আর ট্র্যাজেডির প্রতীক হিসেবে Dido আধুনিক জীবনের ভাঙা সম্পর্ক আর হতাশাকে বোঝায় "The Waste Land" কবিতার মাধ্যমে।

0
Updated: 10 hours ago
What biblical river of forgetfulness is referenced in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Lethe
B
Jordan
C
Nile
D
Tiber
"The Waste Land"- এ Eliot Lethe নদীর উল্লেখ করেছেন, যা গ্রিক পুরাণে ভোলার নদী। মৃত আত্মারা এই নদী পেরোলে তাদের অতীত ভুলে যেত। Waste Land–এ Lethe প্রতীক আধুনিক মানুষের স্মৃতি হারানো এবং নৈতিক ভোলাভাবের। মানুষ অতীতের শিক্ষা ভুলে গেছে।

0
Updated: 12 hours ago
What phrase symbolises Prufrock’s trivial social gestures in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 days ago
A
“The taking of a toast and tea”
B
“The singing of the morning bird”
C
“The lighting of a candle bright”
D
“The playing of a gentle tune”
Eliot বারবার চা এবং কেকের উল্লেখ করেছেন। “The taking of a toast and tea” আসলে আধুনিক নগরজীবনের ক্ষুদ্রতা এবং সামাজিক আচার–আচরণের প্রতীক। Prufrock মনে করে তার জীবন অর্থহীন ভদ্রতা আর সামাজিক অনুষ্ঠানের মধ্যেই আটকে গেছে।
মানুষ বড় কোনো আবেগ বা সৃষ্টিশীলতা প্রকাশ করছে না, বরং একঘেয়ে নিয়মে চলেছে। Eliot এই সাধারণ চিত্র ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক জীবনের নিষ্ক্রিয়তা ও একঘেয়েমি কিভাবে মানুষকে বন্দি করে রাখে।

0
Updated: 2 days ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago