What phrase describes the state of the Earth in the poem "The Waste Land"?
A
“A heap of broken images”
B
“A field of golden flowers”
C
“A stream of endless joy”
D
“A garden of eternal spring”
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় Eliot জমিকে বর্ণনা করেছেন — “A heap of broken images।” আধুনিক সভ্যতা জ্ঞানের ভাঙা টুকরোয় ভরে গেছে। ঐক্য নেই, অর্থ নেই। কেবল ভাঙা প্রতীক, ভাঙা স্মৃতি। এই লাইন Waste Land–এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শূন্যতাকে গভীরভাবে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
Which figure of speech is evident in the line “I have measured out my life with coffee spoons”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Alliteration
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “I have measured out my life with coffee spoons” একটি রূপক (Metaphor)। এখানে প্রুফ্রকের জীবনের ক্ষুদ্র এবং একঘেয়ে কাজগুলোকে কফির চামচ দিয়ে পরিমাপের সঙ্গে তুলনা করা হয়েছে।
এটি প্রুফ্রকের জীবনের ছোটখাটো, অর্থহীন এবং নীরসতার প্রতিফলন, যা তার সামাজিক এবং ব্যক্তিগত অভাব ও হতাশাকে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।
1
Updated: 1 month ago
What phrase shows mechanical repetition in society in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“Hurry up please, it’s time”
B
“Once more into the breach”
C
“Never again shall we meet”
D
“Endless night forevermore”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে পাবের ভেতরে মহিলারা বারবার বলে — “Hurry up please it’s time.” এটি বার–বন্ধের সময়ের ঘোষণা। Eliot এটিকে প্রতীক করেছেন সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির। মানুষের জীবনে সময় কেবল মেকানিকাল নিয়মে চলে, আবেগ নেই।
0
Updated: 1 month ago