What character’s marriage is discussed by pub women in the poem "The Waste Land"?
A
Lil and her husband Albert
B
Marie and her cousin
C
Phlebas and his widow
D
Cleopatra and her lover
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় মহিলারা Lil–এর জীবন নিয়ে কথা বলে। তার স্বামী Albert যুদ্ধ থেকে ফিরে এসেছে, কিন্তু তাদের দাম্পত্য জীবন শূন্য। Lil ক্লান্ত, অসুস্থ, আর Albert তাকে ছেড়ে অন্য কোথাও যেতে চায়। Eliot এখানে নিম্নবিত্ত জীবনের হতাশা তুলে ধরেছেন। এই গল্পও Waste Land–এর অংশ, যেখানে ভালোবাসা নেই, কেবল শূন্যতা।

0
Updated: 10 hours ago
Which mythological figure is central to the fertility theme in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
The Fisher King
B
Odysseus
C
Prometheus
D
Gilgamesh
Waste Land–এর মূলে আছে Fisher King–এর কাহিনি। সে আহত হয়ে আছে, ফলে তার রাজ্য মরুভূমিতে পরিণত হয়েছে। যতক্ষণ না সে সুস্থ হবে, জমি উর্বর হবে না। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতীক হিসেবে।
Fisher King–এর পুনরুজ্জীবন মানে হবে মানব সভ্যতার পুনর্জন্ম। কিন্তু কবিতায় এই পুনর্জন্ম অনিশ্চিত।

0
Updated: 2 days ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 1 week ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।

3
Updated: 1 week ago
Which character sings “O the moon shone bright on Mrs. Porter” in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Australian soldiers
B
German students
C
Italian fishermen
D
English sailors
“The Fire Sermon” অংশে সৈনিকদের একটি গান উদ্ধৃত হয়েছে — “O the moon shone bright on Mrs. Porter.” Eliot এটি ব্যবহার করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের জীবনের ক্লান্তি, যৌনতা এবং কষ্ট বোঝাতে। গানটি হালকা মনে হলেও, আসলে সমাজের নৈতিক শূন্যতাকে প্রকাশ করে।

0
Updated: 1 week ago