What character’s marriage is discussed by pub women in the poem "The Waste Land"?
A
Lil and her husband Albert
B
Marie and her cousin
C
Phlebas and his widow
D
Cleopatra and her lover
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় মহিলারা Lil–এর জীবন নিয়ে কথা বলে। তার স্বামী Albert যুদ্ধ থেকে ফিরে এসেছে, কিন্তু তাদের দাম্পত্য জীবন শূন্য। Lil ক্লান্ত, অসুস্থ, আর Albert তাকে ছেড়ে অন্য কোথাও যেতে চায়। Eliot এখানে নিম্নবিত্ত জীবনের হতাশা তুলে ধরেছেন। এই গল্পও Waste Land–এর অংশ, যেখানে ভালোবাসা নেই, কেবল শূন্যতা।
0
Updated: 1 month ago
What phrase from the Upanishads does the thunder first speak in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“Datta”
B
“Dayadhvam”
C
“Damyata”
D
“Shantih”
Thunder–এর প্রথম শিক্ষা হলো Datta — অর্থাৎ “Give” বা দান করা। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক মানুষের স্বার্থপরতার বিপরীতে। সমাজে ভোগবাদ বেড়েছে, কিন্তু ত্যাগ ও দান নেই। Eliot দেখাতে চেয়েছেন, মানুষের মুক্তি পেতে হলে প্রথমে দিতে শিখতে হবে।
0
Updated: 1 month ago
Which figure is said to “walk once among you” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddha
B
Augustine
C
Christ
D
Ezekiel
"The Waste Land" কবিতার “What the Thunder Said” অংশে যীশুর Emmaus–এর যাত্রার উল্লেখ আছে। এটি আধুনিক হতাশার মাঝে আধ্যাত্মিক আশার প্রতীক। Eliot খ্রিষ্টধর্মকেও মুক্তির সম্ভাবনা হিসেবে ব্যবহার করেছেন।
0
Updated: 1 month ago
What is the primary theme of The Waste Land?
Created: 1 month ago
A
Nature’s beauty and human harmony
B
Disillusionment and spiritual desolation of post-war Europe
C
Romantic love and longing
D
Celebration of urban life
The Waste Land মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের মানসিক ও আধ্যাত্মিক শূন্যতা এবং হতাশা নিয়ে লেখা। Eliot দেখিয়েছেন কীভাবে যুদ্ধ মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।
কবিতায় প্রতীক, চিত্রকল্প এবং আধ্যাত্মিক হ্রাসের মাধ্যমে আধুনিক জীবনের অনিশ্চয়তা ফুটিয়ে তোলা হয়েছে।
0
Updated: 1 month ago