What object in “A Game of Chess” symbolises sterile luxury in the poem "The Waste Land"?
A
Ornate chair and rich perfume
B
Broken sword and shield
C
Empty book and candle
D
Rusted chain and ring
উত্তরের বিবরণ
"The Waste Land" -এ “A Game of Chess”–এ নারীর ঘরের বর্ণনায় সাজানো চেয়ার, গন্ধ, অলংকার এসেছে। এগুলো বিলাসিতা দেখায়, কিন্তু প্রাণহীন। Eliot এগুলো ব্যবহার করেছেন আধুনিক সম্পর্কের শূন্যতা বোঝাতে। বাইরের সাজ আছে, ভেতরে কোনো ভালোবাসা নেই।

0
Updated: 10 hours ago
What mythological hero does Prufrock deny being in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Prince Hamlet
B
Achilles
C
Hercules
D
Odysseus
Prufrock স্বীকার করে নেয় যে সে Hamlet নয়। Hamlet ছিলেন নাটকের কেন্দ্রীয় নায়ক, যিনি দেরি করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কিন্তু Prufrock নিজেকে এমন নায়কোচিত চরিত্র মনে করে না। সে ভাবে, সে কেবল এক গৌণ ব্যক্তি, যাকে কেউ মনে রাখবে না। Eliot এভাবে তার আত্মবিশ্বাসহীনতা তুলে ধরেছেন।

0
Updated: 1 week ago
What bird cry appears at the end of “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
The cock crowing
B
The owl hooting
C
The nightingale singing
D
The raven calling
The Waste Land" কবিতায় শেষে মোরগের ডাক আসে — যা সাধারণত সকাল বা জাগরণের প্রতীক। Eliot এখানে আধ্যাত্মিক জাগরণ বা মুক্তির সম্ভাবনা ইঙ্গিত করেছেন। কিন্তু সেই আশাও Waste Land–এর প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়ে। তবু মোরগের ডাক পাঠককে নতুন সূচনার সম্ভাবনা মনে করিয়ে দেয়।

0
Updated: 2 days ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"
Created: 1 week ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 1 week ago