What phrase shows mechanical repetition in society in the poem "The Waste Land"?
A
“Hurry up please, it’s time”
B
“Once more into the breach”
C
“Never again shall we meet”
D
“Endless night forevermore”
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে পাবের ভেতরে মহিলারা বারবার বলে — “Hurry up please it’s time.” এটি বার–বন্ধের সময়ের ঘোষণা। Eliot এটিকে প্রতীক করেছেন সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির। মানুষের জীবনে সময় কেবল মেকানিকাল নিয়মে চলে, আবেগ নেই।
0
Updated: 1 month ago
What figure is addressed with “Son of man” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The reader
B
Christ
C
Tiresias
D
Fisher King
“Son of man” লাইনটি পাঠককেই সম্বোধন করে। এটি বাইবেলের ধাঁচে বলা হলেও Eliot সরাসরি পাঠককে Waste Land–এর নিস্তেজতায় টেনে আনে। পাঠককেও মরুভূমির অভিজ্ঞতার মধ্যে অংশ নিতে বাধ্য করা হয়।
0
Updated: 1 month ago
"April is the cruellest month" - This is from -
Created: 1 month ago
A
Ode to a Nightingale
B
I Wandered Lonely as a Cloud
C
She Walks in Beauty
D
The Waste Land
"April is the cruellest month" এই উক্তিটি T.S. Eliot-এর 'The Waste Land' কবিতা থেকে নেওয়া।
The Waste Land:
-
রচয়িতা: T.S. Eliot
-
এটি একটি দীর্ঘ কবিতা, যার লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছে প্রথিতযশা আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা।
-
কবিতার আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি।
-
এই কবিতার মাধ্যমে Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
-
একটি বিখ্যাত উক্তি:
-
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
-
T.S. Eliot:
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি একজন American-English poet, playwright, literary critic এবং editor।
-
আধুনিক কবিতার Modernist movement-এর অন্যতম নেতা, যার প্রকাশ স্পষ্টভাবে দেখা যায় The Waste Land এবং Four Quartets-এ।
-
১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রখ্যাত রচনাসমূহ:
Poetry:
-
The Waste Land (1922)
-
Four Quartets (1943)
-
The Love Song of J. Alfred Prufrock
Play:
-
Murder in the Cathedral (1935)
-
The Cocktail Party
উক্তি চিহ্নিত করার জন্য বিকল্পসমূহ:
-
ক) Ode to a Nightingale — John Keats
-
খ) I Wandered Lonely as a Cloud — William Wordsworth
-
গ) She Walks in Beauty — Lord Byron
Source:
0
Updated: 1 month ago
The fragmentation of Prufrock's voice primarily reveals-
Created: 1 month ago
A
Nervous hesitation of unfulfilled lovers in Romantic poetry
B
Disintegration of selfhood under modernist anxiety
C
Impossibility of poetic sincerity in a disenchanted world
D
Alienation of the mechanised working class
টি. এস. এলিয়টের “The Love Song of J. Alfred Prufrock” কবিতায় বক্তার কণ্ঠের ভাঙাচোরা বা fragmented রূপ আসলে আধুনিক মানুষের মানসিক অস্থিরতা ও আত্মপরিচয়ের সংকটকে প্রকাশ করে।
প্রুফরকের চিন্তা একটানা নয়—সে নিজেকেই প্রশ্ন করে, নিজেকে সন্দেহ করে, আবার নিজের কথার বিরোধিতা করে। এই ভাঙাচোরা মনোলগ আধুনিক যুগের উদ্বেগ ও আত্মবিভাজনের প্রতিচ্ছবি।
-
কবিতার fragmented structure প্রুফরকের মানসিক disunity বা আত্মপরিচয়ের ভাঙনকে নির্দেশ করে।
-
এটি Modernist aesthetics-এর একটি প্রধান বৈশিষ্ট্য, যেখানে ঐক্যবদ্ধ আত্মপরিচয়ের পরিবর্তে ভাঙা ও দ্বিধাগ্রস্ত self দেখা যায়।
-
Eliot এখানে দেখিয়েছেন যে আধুনিক জীবনের দ্রুত পরিবর্তন, সামাজিক বিচ্ছিন্নতা ও অস্তিত্বগত অনিশ্চয়তা মানুষের selfhood-কে ভেঙে দিয়েছে।
অতএব, প্রুফরকের কণ্ঠের fragmentation মূলত আধুনিক উদ্বেগের (modernist anxiety) প্রভাবে আত্মপরিচয়ের ভাঙনকেই (disintegration of selfhood) প্রকাশ করে।
0
Updated: 1 month ago