What language is used in the closing prayer of the poem "The Waste Land"?
A
Hebrew
B
Greek
C
Sanskrit
D
Latin
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতার শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি সংস্কৃত ভাষায়। উপনিষদ থেকে নেওয়া এই শব্দ শান্তির প্রার্থনা। Eliot পশ্চিমের পতনের বিপরীতে পূর্বের আধ্যাত্মিক জ্ঞান ব্যবহার করেছেন।

0
Updated: 10 hours ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 1 week ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

1
Updated: 1 week ago
What river is described as polluted with detritus of modern life in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
The Thames
B
The Rhine
C
The Seine
D
The Nile
“The Waste Land” কবিতায় Thames নদীকে Eliot দূষিত অবস্থায় বর্ণনা করেছেন। নদীর তীরে ফাঁকা বোতল, স্যান্ডউইচ কাগজ, সিগারেটের বাট পড়ে আছে। এটি আধুনিক জীবনের নৈতিক পতনের প্রতীক। নদী যেমন একসময় পবিত্র ছিল, এখন তা দূষিত। সমাজও তেমনি আধ্যাত্মিকভাবে দূষিত।

0
Updated: 12 hours ago
In T. S. Eliot’s poem The Waste Land, what drowned sailor’s fate warns readers of mortality?
Created: 9 hours ago
A
Phlebas
B
Hamlet
C
Eugenides
D
Tiresias
"The Waste Land" কবিতায় Phlebas the Phoenician ডুবে মারা যায়। তার মৃত্যু দেখায় যে ধন, যৌবন, ব্যবসা কোনো কিছুই মৃত্যুকে আটকাতে পারে না। Eliot পাঠকদের সতর্ক করেছেন যে সবাইকেই এই ভাগ্যের মুখোমুখি হতে হবে।

0
Updated: 9 hours ago