What figure asks, “Shall I at least set my lands in order in the poem 'The Waste Land'?”
A
A dying king
B
A lost sailor
C
A wandering prophet
D
A blind beggar
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতার শেষে একজন রাজা মৃত্যুর আগে ভাবে — অন্তত তার জমি গোছাবে। এটি Fisher King মিথের প্রতিফলন। Eliot এখানে দেখিয়েছেন, রাজা যেমন মৃত্যুর সামনে অক্ষম, আধুনিক মানুষও জীবনের অর্থ গোছাতে পারে না।

0
Updated: 10 hours ago
Which saint’s confession is paired with Buddha’s Fire Sermon in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
St. Augustine
B
St. Paul
C
St. Francis
D
St. Jerome
Eliot “To Carthage then I came” লাইনটি Augustine–এর সাথে Buddha–র Fire Sermon জুড়ে দিয়েছেন "The Waste Land" কবিতায় । দুজনেই কামনা আর ভোগের আগুন নিয়ে কথা বলেছেন। Eliot এই সংযোগ ব্যবহার করে পূর্ব ও পশ্চিমের আধ্যাত্মিক মিল তুলে ধরেছেন।

0
Updated: 12 hours ago
What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।

0
Updated: 1 week ago
What is the form of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 9 hours ago
A
Sonnet
B
Lyric
C
Elegy
D
Ode
“The Lake Isle of Innisfree” কবিতাটি একটি Lyric poem, যেখানে কবি তার ব্যক্তিগত আবেগ ও অনুভূতিকে প্রকাশ করেছেন। Lyric-এর মূল বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত আকারে গভীর আবেগকে প্রকাশ করা।
Yeats এখানে নিজের অন্তর্গত শান্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। Lyric কবিতা সাধারণত গাওয়ার উপযোগী হয় এবং এর ধ্বনি ও ছন্দে সঙ্গীতধর্মী গুণ থাকে।
এই কবিতাতেও দেখা যায় ছন্দ ও মসৃণ ধ্বনির ব্যবহার, যা পাঠকের মনে ধ্যানমগ্নতা জাগায়। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন একান্ত ব্যক্তিগত আবেগ, যা Lyric কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।

0
Updated: 9 hours ago