What figure asks, “Shall I at least set my lands in order in the poem 'The Waste Land'?”
A
A dying king
B
A lost sailor
C
A wandering prophet
D
A blind beggar
উত্তরের বিবরণ
"The Waste Land" কবিতার শেষে একজন রাজা মৃত্যুর আগে ভাবে — অন্তত তার জমি গোছাবে। এটি Fisher King মিথের প্রতিফলন। Eliot এখানে দেখিয়েছেন, রাজা যেমন মৃত্যুর সামনে অক্ষম, আধুনিক মানুষও জীবনের অর্থ গোছাতে পারে না।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What religious text influences the thunder’s voice in the final section of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Upanishads
B
The Bible
C
The Koran
D
The Tao Te Ching
শেষ অংশে বজ্রধ্বনি থেকে “DA” শব্দ আসে, যা উপনিষদ থেকে নেওয়া। তিনটি শিক্ষা হলো — Datta (give), Dayadhvam (sympathize), Damyata (control)। Eliot আধুনিক মানুষকে এই প্রাচ্য দর্শনের মাধ্যমে আধ্যাত্মিক পথ দেখাতে চেয়েছেন। পশ্চিমের Waste Land–এর বিপরীতে প্রাচ্যের শিক্ষাকে তিনি আশা হিসেবে দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
What is the shortest part of The Waste Land?
Created: 1 month ago
A
Death by Water
B
The Fire Sermon
C
A Game of Chess
D
What the Thunder Said
"Death by Water" হলো T.S. Eliot–এর বিখ্যাত কবিতা The Waste Land–এর চতুর্থ অংশ, এবং এটি পুরো কবিতার মধ্যে সবচেয়ে ছোট অংশ।
-
এই অংশে কেবলমাত্র কিছু লাইনের মাধ্যমে “Phlebas the Phoenician”-এর মৃত্যুর বর্ণনা দেওয়া হয়েছে, যা জীবনের নশ্বরতা ও মানব অহংকারের পতনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Eliot এখানে খুব সংক্ষিপ্ত ভাষায় জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের চক্রকে উপস্থাপন করেছেন। ফলে এর দৈর্ঘ্য ছোট হলেও তা ভাবগতভাবে গভীর।
-
তুলনামূলকভাবে অন্য অংশগুলো যেমন “The Fire Sermon”, “A Game of Chess” বা “What the Thunder Said” অনেক বিস্তৃত এবং বর্ণনামূলক, কিন্তু “Death by Water” সংক্ষিপ্ততার মধ্যেও গভীর দার্শনিক অর্থ প্রকাশ করেছে।
0
Updated: 1 month ago