What key element is absent in The Waste Land, causing barrenness?
A
Water
B
Fire
C
Air
D
Stone
উত্তরের বিবরণ
Waste Land–এ প্রধান সংকট হলো পানির অভাব। পানি উর্বরতা আর জীবনের প্রতীক। পানি না থাকায় জমি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। Eliot এটি ব্যবহার করেছেন আধ্যাত্মিক শূন্যতার প্রতীক হিসেবে।

0
Updated: 10 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 1 week ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।

3
Updated: 1 week ago
Which season does the poem "The Waste Land" famously begin with?
Created: 2 days ago
A
April
B
December
C
June
D
October
কবিতার প্রথম লাইন হলো — “April is the cruellest month.” Eliot ইচ্ছাকৃতভাবে প্রচলিত ধারণার উল্টো বলেছেন। সাধারণত এপ্রিলকে বসন্তের মাস হিসেবে আনন্দময় মনে করা হয়, কিন্তু Eliot–এর কাছে এপ্রিল নিষ্ঠুর।
কারণ শীতের মতো নিস্তেজ সময় মানুষকে অনুভূতিহীন করে রাখে, কিন্তু বসন্ত মানুষকে আবার স্মৃতি, আশা আর যন্ত্রণার দিকে ঠেলে দেয়। এই লাইন পুরো কবিতার মুড সেট করে দেয়।
Eliot দেখিয়েছেন আধুনিক জীবনের হতাশা, ভাঙাচোরা আবেগ এবং মৃত্যু–পরবর্তী পুনর্জন্মের বেদনা।

0
Updated: 2 days ago