What eastern river is invoked near the end of the poem "The Waste Land"?
A
The Yangtze
B
The Ganges
C
The Indus
D
The Mekong
উত্তরের বিবরণ
The Waste Land এর শেষ অংশে গঙ্গার উল্লেখ এসেছে। Eliot উপনিষদ থেকে ধারণা নিয়ে গঙ্গাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক করেছেন। পশ্চিমা সমাজ যেখানে ধ্বংসে ভরা, পূর্বে এখনো ধর্মীয় শক্তি ও আধ্যাত্মিকতার আশা আছে। গঙ্গা তাই পবিত্রতার প্রতীক।

0
Updated: 10 hours ago
What phrase reveals Prufrock’s hesitation to propose love in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“It is impossible to say just what I mean!”
B
“It is time to walk into the silent sea!”
C
“It is always better to speak of dreams!”
D
“It is clear that I will never fall!”
Prufrock মনে করে, তার মনের কথা স্পষ্ট করে বলা অসম্ভব। ভালোবাসা প্রকাশ করার সাহস তার নেই। সে ভয় পায়, ভুলভাবে বোঝা পড়বে, অথবা তার কথা সমাজ গ্রহণ করবে না।
Eliot এখানে মানুষের আত্ম-সন্দেহ এবং ব্যর্থতার ভয় দেখিয়েছেন, যা আধুনিক জীবনে সাধারণ। Prufrock তার ভালোবাসার স্বপ্ন প্রকাশ করতে না পেরে চুপ করে থাকে।

1
Updated: 1 week ago
What historical figure is indirectly mentioned through Cleopatra’s imagery in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Elizabeth I
B
Victoria
C
Mary Queen of Scots
D
Catherine the Great
Cleopatra–র মতো বিলাসবহুল সাজঘরের বর্ণনা এসেছে, যা পরোক্ষভাবে Elizabethan যুগের রেফারেন্সও বহন করে। Eliot দেখিয়েছেন, রাজকীয় বিলাসিতা হলেও জীবনের গভীরতায় শূন্যতা থেকে যায়। এই তুলনা আধুনিক নারীর জীবনকে Cleopatra–র চিত্রে প্রতিফলিত করে।

2
Updated: 1 week ago
What repeated question expresses Prufrock’s fear of action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“Do I dare?”
B
“Shall I sleep?”
C
“Can I wait?”
D
“Will I fall?”
Prufrock বারবার নিজেকে জিজ্ঞেস করে, “Do I dare?”। এই প্রশ্নে তার ভয়ের প্রকৃতি প্রকাশিত হয়। সে জীবনে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না, এমনকি প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করার সাহসও নেই।
তার মনে হয়, সামান্য পদক্ষেপ নিলেও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। Eliot এই প্রশ্নের পুনরাবৃত্তির মাধ্যমে দেখাতে চেয়েছেন আধুনিক মানুষের ভেতরের অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা।
কবিতায় প্রতিটি “Do I dare?” হলো জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সুযোগে ব্যর্থ হয়ে যাওয়া এক ধরনের অভ্যন্তরীণ কণ্ঠস্বর।

0
Updated: 1 week ago